আজকাল ওয়েবডেস্ক: মধ্যরাতে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা তেলেঙ্গানায়। ডিভাইডারে ধাক্কা মেরে পথের ধারেই উল্টে পড়ল যাত্রীবাহী পিকআপ ভ্যান। ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতদর মধ্যে তিনজন শিশু। বাকি তিনজন গুরুতর আহত অবস্থায় ভর্তি আছেন হাসপাতালে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার মধ্যরাতে দুর্ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার আদিলাবাদ জেলায়। ওই জেলার গুড়িহানুর মণ্ডলের মেকালাগান্ডি মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। নির্মল জেলার ভৈনসা থেকে আদিলাবাদের উদ্দেশে যাচ্ছিল পিকআপ ভ্যানটি। তাতে ছিলেন মোট আট জন যাত্রী।
পুলিশ সূত্রে খবর, মধ্যরাতে ভ্যানের চালক আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। তারপর উল্টে পড়ে যায় রাস্তার একধারে। দুমড়ে মুচড়ে যাওয়া ভ্যান থেকে আটজনকেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পাঁচজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ আরও জানিয়েছে, আহত ও নিহতরা সকলেই এক পরিবারের সদস্য। তাঁরা আদিলাবাদ জেলারই বাসিন্দা। গতকাল ভৈনসা থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময়ে পথ দুর্ঘটনার কবলে পড়েন সকলে।
