আজকাল ওয়েবডেস্ক: ২০২১ সালে ভারতের এক আড়াই বছরের কন্যাশিশুর দেহে ধরা পড়ে চরম বিরল জন্মগত ত্রুটি—'মিরর হ্যান্ড'। শিশুটির বাঁ হাতে ছিল না কোনও বুড়ো আঙুল, বরং ছিল আটটি আঙুল এবং দুটি আলনা (ulna) হাড়, কিন্তু ছিল না রেডিয়াস (radius) হাড়।

এই জটিল রোগের চিকিৎসা করা হয় ঋষিকেশের এইমস-এ দুই ধাপে। প্রথম ধাপে চিকিৎসকরা করেন 'পলিসাইজেশন', অর্থাৎ একটি আঙুলকে পুনঃগঠন করে বুড়ো আঙুলে রূপান্তরিত করা। পরবর্তী ধাপে করা হয় নির্বাচিত কয়েকটি আঙুলের অপসারণ, যাতে হাতে স্বাভাবিক কাঠামো ফিরে আসে।

দুই বছর পর, চিকিৎসকেরা জানান, শিশুটি এখন একটি কার্যকর হাত নিয়ে বড় হচ্ছে। তার মোটর বিকাশ স্বাভাবিক এবং দেখতে হাতটি বেশ স্বাভাবিক বলেই মনে হচ্ছে।

চিকিৎসকদের মতে, মিরর হ্যান্ড একটি অত্যন্ত বিরল জন্মগত অবস্থা, যেখানে হাতের কাঠামো সম্পূর্ণরূপে ব্যতিক্রমী হয়ে থাকে। সঠিক চিকিৎসায় জীবনযাত্রার মান অনেকটাই উন্নত করা সম্ভব—এই শিশুর কাহিনি তারই প্রমাণ।