আজকাল ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলার পর ফের কড়া পদক্ষেপ করল ভারত। নয়াদিল্লি বৃহস্পতিবার পাকিস্তানি নাগরিকদের জন্য জারি করা সমস্ত ভিসা বাতিল করেছে, এর মধ্যে মেডিক্যাল ভিসাও রয়েছে। ভিসা পরিষেবা সম্পূর্ণভাবে স্থগিত করা হয়েছে।

একটি সরকারি বিবৃতিতে, বিদেশমন্ত্রক জানিয়েছে যে, পহেলগাঁওতে হামলার পর নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বা CCS-এর গৃহীত সিদ্ধান্ত অনুসরণ করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ২৭ এপ্রিল, ২০২৫ থেকে এই পদক্ষেপ কার্যকর, পাকিস্তানি নাগরিকদের জন্য জারি করা সমস্ত বৈধ ভিসা বাতিল করা হয়েছে।

এমনকি মানবিক কারণে প্রায়শই বর্ধিত মেডিকেল ভিসাতে সীমিত সময়ের জন্যই ছাড় দেওয়া হয়েছে। মেডিকেল ভিসা কেবল আগামী ২৯ এপ্রিল পর্যন্ত বৈধ থাকবে। বিদেশমন্ত্রক বিবৃতিতে উল্লেখ, "২৭ এপ্রিল ২০২৫ থেকে ভারত, পাকিস্তানি নাগরিকদের জন্য জারি করা সমস্ত বৈধ ভিসা বাতিল করেছে। পাকিস্তানি নাগরিকদের জন্য জারি করা মেডিক্যাল ভিসা কেবল ২৯ এপ্রিল ২০২৫ পর্যন্ত বৈধ থাকবে।"

বিদেশমন্ত্রকের বিবৃতিতে আরও উল্লেখ যে, "বর্তমানে ভারতে থাকা সমস্ত পাকিস্তানি নাগরিকদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই ভারত ত্যাগ করতে হবে।" 

এছাড়াও, ভারত সরকার এ দেশের নাগরিকদের পাকিস্তান ভ্রমণ এড়াতে বলেছে এবং যাঁরা ইতিমধ্যেই প্রতিবেশী দেশে আছেন তাঁদের যত তাড়াতাড়ি সম্ভব ভারতে ফিরে আসার পরামর্শ দিয়েছে।