আজকাল ওয়েবডেস্ক: কুয়াশা ও ধোঁয়াশার জন্য লখনউয়ে পরিত্যক্ত হয়েছিল টি–টোয়েন্টি ম্যাচ। সেই ম্যাচের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। টিকিটের পুরো টাকাই ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থা।
প্রসঙ্গত, ভারত–দক্ষিণ আফ্রিকা টি–টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচটি ছিল গত বুধবার লখনইয়ে। কিন্তু অত্যধিক কুয়াশা ও ধোঁয়াশার জন্য ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। এক, দুবার নয়, ছয়বার মাঠের পরিস্থিতি পরিদর্শন করে রাত সাড়ে ন’টার সময় ম্যাচ বাতিল বলে ঘোষণা করেন আম্পায়াররা। নিয়ম অনুযায়ী, এক বলও খেলা না হলে টিকিটের টাকা ফেরত দেওয়া হয়। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়ে দিয়েছিল, টিকিটের দাম ফেরত দেওয়ার দায়িত্ব তাদের নয়। আয়োজক হিসাবে এই দায়িত্ব উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থার।
উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থার (ইউপিসিএ) সেক্রেটারি প্রেম মনোহর গুপ্তা জানিয়েছেন, ওইদিন মাঠে উপস্থিত থাকা দর্শকদের টিকিটের পুরো টাকা ফেরত দেওয়া হবে। তিনি বলেছেন, ‘যাঁরা অনলাইনে টিকিট কেটেছিলেন, তাঁরা যে পদ্ধতিতে টাকা দিয়েছিলেন, সেই পদ্ধতিতেই টাকা ফেরত পাবেন। টাকা ফেরত সংক্রান্ত নির্দেশিকা তাঁদের নথিভুক্ত করা মেল আইডিতে পাঠিয়ে দেওয়া হবে। যাঁরা কাউন্টার থেকে টিকিট কিনেছিলেন, তাঁরা স্টেডিয়ামের দু’নম্বর গেটের কাউন্টার থেকে টাকা ফেরত পাবেন। ২০ থেকে ২২ ডিসেম্বর অবধি সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত কাউন্টার খোলা থাকবে। ক্রেতাকে ব্যক্তিগত ভাবে টিকিটের অংশ এবং পরিচয়ের প্রমাণ নিয়ে আসতে হবে।’ উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থার তরফে বলা হয়েছে, এক বলও খেলা না হওয়ায় নিয়ম অনুযায়ী টিকিটের পুরো টাকাই ফেরত দেওয়া হবে। তবে টাকা ফেরতের জন্য মানতে হবে শর্তগুলি।
এদিকে, টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা হবে শনিবার। টিম ইন্ডিয়ার। একইসঙ্গে নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণাও হবে বলে জানা গিয়েছে।
৭ ফেব্রুয়ারি শুরু হবে টি–টোয়েন্টি বিশ্বকাপ। এবার যুগ্ম আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। ফাইনাল হবে ৮ মার্চ। জানা গেছে, শনিবার মুম্বইয়ে বোর্ডের সদর দপ্তরে অজিত আগরকারের নেতৃত্বে নির্বাচক কমিটি দল নির্বাচনী সভায় বসবেন। ওই বৈঠকেই বিশ্বকাপের দল ছাড়াও নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ ও পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের দল ঘোষণা হবে। জানা গেছে, টি–টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব বৈঠকে উপস্থিত থাকবেন। হেড কোচ গৌতম গম্ভীরও হয়ত থাকবেন।
