আজকাল ওয়েবডেস্ক : বিজেপি শাসিত হরিয়ানা দিল্লিকে দিল্লির ভাগের জল দিচ্ছে না', অভিযোগ অতিশীর। ভয়াবহ আকার নিয়েছে দিল্লির জল সংকট। এখনও পর্যন্ত জল সমস্যার কোনও সুরাহা না হওয়ায় এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন দিল্লির মন্ত্রী অতিশী। প্রধানমন্ত্রীর কাছে সমস্যা সমাধানের আবেদনের পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী ২১ জুন থেকে অনির্দিষ্টকালীন অনশনে বসবেন তিনি। বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গোটা ঘটনার দায় হরিয়ানার উপর চাপিয়ে অতিশী বলেন, ''বিজেপি শাসিত হরিয়ানা দিল্লিকে দিল্লির ভাগের জল দিচ্ছে না। যার জেরেই রাজধানীতে জল সংকট তীব্র আকার নিয়েছে। গতকাল হরিয়ানা ৬১৩ এমজিডির পরিবর্তে মাত্র ৫১৩ এমজিডি জল সরবরাহ করেছে। এক এমজিডি জলে ২৮ হাজার ৫০০ মানুষের জলের চাহিদা মেটে। যার অর্থ ২৮ লক্ষের বেশি মানুষের প্রাপ্য জল দেওয়া হয়নি।'' একইসঙ্গে তিনি জানান, "একে ভয়াবহ গরম। তার উপর এই ভয়াবহ জলসংকটে সাধারণ মানুষের অবস্থা শোচনীয় হয়ে উঠেছে। এই সমস্যার সমাধানের জন্য একাধিকবার হরিয়ানা সরকারকে আমি চিঠি লিখেছি কিন্তু কোনও ফল হয়নি।'' এর পরই এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখার বিষয়টি তুলে ধরে দিল্লি মন্ত্রী বলেন, "আমি ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছি। ওনাকে অনুরোধ করেছি যাতে দ্রুত এই সমস্যার সমাধান করা হয়। যদি ২ দিনের মধ্যে দিল্লির মানুষের জল সমস্যার সমাধান না হয়, সেক্ষেত্রে ২১ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসব আমি। "