আজকাল ওয়েবডেস্ক: তিন বছরের শিশুকে যৌন হেনস্থার অভিযোগ তৃতীয় শ্রেণির ছাত্রের বিরুদ্ধে। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ন'বছর বয়সি নাবালককে আটক করেছিল পুলিশ। যদিও পরে জামিন পায় সে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনেতে। কোন্ধওয়ায় যৌন হেনস্থার শিকার হয় তিন বছরের এক শিশু। দিন কয়েক আগেই বাড়িতে একা ছিল শিশুকন্যা। সে সময় বাড়িতে ঢুকে খেলাধুলার মাঝে শিশুকে যৌন হেনস্থা করে নাবালক। বাড়িতে বাবা-মা ফিরতেই অভিযোগ জানায় শিশুকন্যা। এরপরেই থানায় নাবালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন নির্যাতিতার মা। অভিযোগের ভিত্তিতে নাবালককে আটক করা হয়। 

পুলিশি জেরায় নাবালক জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় রিলস দেখে প্রভাবিত হয়েছিল সে। এরপরেই শিশুকন্যাকে হেনস্থা করে। পুলিশ আরও জানিয়েছে, নির্যাতিতা ও অভিযুক্ত নাবালকের পরিবার এক এলাকায় পাশাপাশি বাড়িতে থাকে। শিশুকন্যা অভিযুক্ত নাবালককে 'দাদা' বলে ডাকত। নিয়মিত খেলাধুলাও করত। 

অভিযুক্ত নাবালককে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করা হয়। নাবালক এবং শিশুকন্যাকে জিজ্ঞাসাবাদ করে শিশু সুরক্ষা দপ্তর। এরপর তার জামিন মেলে অভিযুক্তের।