আজকাল ওয়েবডেস্ক:‌ পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে ভারত আপাতত এগিয়ে ২–১ ব্যবধানে। লখনউতে জিতলেই সিরিজ পকেটে সূর্যকুমারদের। কিন্তু বুধবারের ম্যাচে খেলতে পারবেন না অক্ষর প্যাটেল। বুমরার খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। 


লখনউ ম্যাচে কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ?‌ যা পরিস্থিতি সম্ভবত প্রথম একাদশে কোনও পরিবর্তন করবেন না হেড কোচ গৌতম গম্ভীর। সিরিজ জয় যেখানে বিষয় সেখানে সম্ভবত পরিবর্তনের পথে যাবেন না সূর্য থেকে গম্ভীর। বুধবার সিরিজে ৩–১ ব্যবধানে এগিয়ে যেতে পারলে পঞ্চম ম্যাচে প্রথম একাদশের নিয়মিত দু’এক জনকে বিশ্রাম দিতে পারেন গম্ভীর। তবে এই ম্যাচেও সবার নজর রয়েছে অধিনায়ক সূর্যকুমারের ব্যাটিং ফর্মের দিকে। সামনেই টি–টোয়েন্টি বিশ্বকাপ। তাই খুব বেশি ম্যাচ আর পাবেন না সূর্য। পাশাপাশি এইডেন মার্করামরাও সিরিজে সমতা ফেরাতে মরিয়া থাকবেন। লখনউয়ের মাঠ দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের কাছে অপরিচিত নয়।

 
তবে এটা ঘটনা, লখনউয়ের ২২ গজ সাধারণত স্পিন বোলারদের সাহায্য করে। ঠান্ডা থাকায় থাকবে শিশির সমস্যাও। তাই টস গুরুত্বপূর্ণ হবে। যে দল টস জিতবে। হাসতে হাসতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেবে। তবুও টিম ইন্ডিয়ার প্রথম একাদশে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। শুধুমাত্র এক জন সিমার অলরাউন্ডার কমিয়ে স্পিন অলরাউন্ডারকে খেলানো হতে পারে। সেটাও নিশ্চিত নয়। ওপেন করবেন অভিষেক শর্মা এবং শুভমান গিল। তিন নম্বরে সম্ভবত নামবেন তিলক বর্মা। চার নম্বরে সূর্যকুমার। পাঁচ নম্বরে দেখা যেতে পারে ওয়াশিংটন সুন্দরকে। ২২ গজের কথা মাথায় রেখে শিবম দুবের পরিবর্তে সম্ভবত তাঁকে খেলানো হবে। ব্যাটিং অর্ডারের ছ’নম্বরে থাকবেন সম্ভবত হার্দিক পাণ্ডিয়া। উইকেটরক্ষক হিসাবে এই ম্যাচেও খেলার সম্ভাবনা জিতেশ শর্মার। তিনি ব্যাট করবেন সাত নম্বরে।


শেষ চারটি জায়গা বোলারদের। আট থেকে ১১ নম্বর পর্যন্ত পর পর আসবেন হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং এবং কুলদীপ যাদব।


প্রসঙ্গত, সূর্যর ফর্ম নিয়ে কিন্তু টিম ইন্ডিয়া একটুও চিন্তিত নয়। মঙ্গলবার শিবম দুবে বলেছেন, ‘‌সূর্য এমন একজন ক্রিকেটার যে একাই ম্যাচ জেতাতে পারে। তাই ফর্মে না থাকলেও সূর্যকে কোনওভাবেই খারাপ ক্রিকেটার বলা যাবে না।’‌ দুবে আরও যোগ করেছেন, ‘‌সূর্য অন‌্যতম সেরা ক্রিকেটার। ও যা করতে পারে, তা অনেকেই করতে পারে না। সঠিক সময়েই সূর্য রানে ফিরবে। যে কোনও দিন ব্যাটে ঝড় বইয়ে দেবে।’‌ শুভমানের ফর্ম নিয়েও কথা বলেছেন দুবে। বলেই দিয়েছেন, ‘‌অন্যতম সেরা ব্যাটার গিল ভাই। তাই রান না পেলেও চিন্তা নেই। ঠিক সময়ে খেলে দেবে।’‌ 


এটা ঘটনা, সূর্য টি–টোয়েন্টি আন্তর্জাতিকে শেষ অর্ধশতরান করেছিলেন ২০২৪ সালের অক্টোবরে। তারপর একবছরেরও বেশি সময় কেটেছে।