আজকাল ওয়েবডেস্ক:  উত্তরপ্রদেশের গ্রামীণ অর্থনীতি এবার পাচ্ছে এক অভিনব প্রণোদনা। রাজ্যে প্রথমবারের মতো বৃহৎ আকারে গোবর থেকে মিথেন গ্যাস উৎপাদন শুরু হতে চলেছে, যা দীর্ঘপথে যানবাহন চালানোর জন্য জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে। একই সঙ্গে এটি গ্রামে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এবং সবুজ অর্থনীতিকে আরও মজবুত করবে। বিশেষজ্ঞদের মতে, একটি গরুর গোবর থেকে বছরে যে পরিমাণ মিথেন পাওয়া যায়, তা জ্বালানির দিক থেকে প্রায় ২২৫ লিটার পেট্রোলের সমান। বিশুদ্ধকরণের পর সেই মিথেনকে কমপ্রেসড বায়োগ্যাস (CBG) আকারে রূপান্তরিত করলে তা দিয়ে একটি গাড়ি বছরে প্রায় ৫,৫০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে।

 আরও পড়ুন: স্তনের আকারের মতোই পুরুষকে ‘টাকলা, টেকো' বলা যৌন হয়রানি! কর্মক্ষেত্রের ট্রাইব্যুনালের ঐতিহাসিক রায় 

দৈনিক ৫৪ লাখ কেজি গোবরের ব্যবহার
উত্তরপ্রদেশ গো-সেবা-আয়োগের চেয়ারম্যান শ্যাম বিহারি গুপ্ত রবিবার জানান, রাজ্যের পথেঘাটে ঘুরে বেড়ানো গরু ও বলদের থেকে প্রতিদিন গড়ে ৫৪ লাখ কিলোগ্রাম গোবর সংগ্রহ হয়। এই বিপুল গোবর CBG প্ল্যান্টে প্রক্রিয়াজাত করে মিথেন গ্যাস উৎপাদনের পাশাপাশি গ্রামীণ বাড়িতে রান্নার জ্বালানি, ক্ষুদ্র শিল্পে গরম করার জ্বালানি এবং প্রাকৃতিক কৃষিকাজে জৈব সার হিসেবে ব্যবহার করা যাবে। এর মাধ্যমে বছরে কয়েক লক্ষ টাকা আয়ের সম্ভাবনা রয়েছে।

‘বর্জ্য থেকে সম্পদ’-এর পথে নতুন উদ্যোগ
গো-সেবা-আয়োগের ওএসডি ড. অনুরাগ শ্রীবাস্তব বলেন, “মিথেন চাষ ভবিষ্যতে জীবাশ্ম জ্বালানির বিকল্প হতে পারে। উত্তরপ্রদেশ সরকারের এই পদক্ষেপ ‘বর্জ্য থেকে সম্পদ’ (Waste to Wealth) ধারণাকে বাস্তবায়িত করছে। এটি পরিবহন খাতে কার্যকর জ্বালানি সরবরাহের পাশাপাশি সবুজ অর্থনীতিকে শক্তিশালী করবে।” তিনি আরও জানান, গবাদি পশুর গোবর থেকে উৎপন্ন মিথেন এক ধরনের প্রাকৃতিক গ্যাস, যা পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী। রাজ্য সরকার আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে গ্রামীণ এলাকায় একদিকে যেমন নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়বে, তেমনি কৃষি ও ক্ষুদ্রশিল্পে টেকসই উন্নয়নের পথও প্রশস্ত হবে।