আজকাল ওয়েবডেস্ক: মেঘভাঙা বৃষ্টিতে উত্তরাখণ্ডের পাশাপাশি বিপর্যস্ত হিমাচল প্রদেশ। বৃহস্পতিবার প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত সিমলা, কুলু, মান্ডি। ভেঙে পড়ল পরপর বাড়ি। নদীর জলস্তর বেড়ে তলিয়ে গেল রাস্তা, সেতু। বেলা যত গড়াচ্ছে ততই বাড়ছে মৃত ও নিখোঁজের সংখ্যা।

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, হিমাচল প্রদেশে মেঘভাঙা বৃষ্টিতে চারজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ অন্ততপক্ষে ৫০ জন। শুধুমাত্র সিমলাতেই ৩৬ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রবল বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত তিন জেলা। বহু স্কুল, কলেজ, হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। মান্ডির থালতুখড় এলাকা, সিমলার রামপুর এবং কুলুর বিস্তীর্ণ এলাকা সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।

ইতিমধ্যেই রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী জোরকদমে উদ্ধারকাজ শুরু করেছে। মৌসম ভবন সূত্রে খবর, বৃহস্পতিবার হিমাচল প্রদেশের অধিকাংশ জেলাতেই ভারি থেকে অতি ভারি বৃষ্টির লাল সতর্কতা জারি রয়েছে। হড়পা বান, ধসের আশঙ্কাও রয়েছে।