আজকাল ওয়েবডেস্ক: আত্মীয়কে খুনের অভিযোগে আটক দশম শ্রেণীর ছাত্র। জানা গিয়েছে, যৌন সম্পর্ক স্থাপনে বাধা দেওয়ায় আত্মীয়কে খুন করে ওই নাবালক। গত রবিবার ঘটনাটি ঘটেছে কর্ণাটকে দক্ষিণ কন্নড় জেলার উপ্পিনগাদি শহরের কাছে একটি গ্রামে। ওই মহিলা সম্পর্কে তার মামী হন বলে জানা গিয়েছে। রবিবার ওই নাবালক এবং তার মামী দুজনেই বাড়িতে ছিলেন।

সেই সময় মামীর সঙ্গে যৌন স্থাপন করতে গিয়ে বাধা পায় ওই নাবালক। এরপরেই বালকটির আত্মীয় ঘুমোতে গেলে তাঁকে বালিশ চাপা দিয়ে হত্যা করে সে। নিজের বাবাকে জানায়, তার মামীর হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন ছেলেটির বাবা। ওই পড়ুয়ার পিঠে আঁচড়ের দাগও দেখা যায়। জেরার মুখে নিজের অপরাধ স্বীকার করে ওই বালক। তাকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।