আজকাল ওয়েবডেস্ক: রবিবার ভোরে লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। এক্সপ্রেসওয়ের ওপর উসরাহার এলাকায় বাস এবং একটি গাড়ির সংঘর্ষ হয়। ধাক্কার জেরে যাত্রী ভর্তি বাসটি সোজা রাস্তার পাশে 20 ফুট খাদে পড়ে যায়। ঘটনায় সাতজন যাত্রীর মৃত্যু হয়েছে।
আহত হয়েছেন 25 জন। জানা গিয়েছে, বাসটি রায়বরেলি থেকে দিল্লির দিকে যাচ্ছিল। যাওয়ার পথে হঠাৎই সামনে থেকে একটি গাড়ি ভুল লেনে চলে আসে। নিয়ন্ত্রণ না রাখতে পেরে দুর্ঘটনা ঘটে। নিহতদের সকলের পরিচয় এখনও জানা যায়নি। মাত্র তিনজনের পরিচয় জানা গিয়েছে। বাস এবং গাড়ি দুই গাড়ির যাত্রীরাই নিহত হয়েছেন বলে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, বাসে অন্তত 60 জন যাত্রী ছিলেন। পুলিশ সূত্রে খবর, গাড়ি চালক লখনউ থেকে আসার সময় ঘুমিয়ে যাওয়ার কারণে ভুল লেনে ঢুকে পড়ে গাড়িটি। অন্যদিকে, বাসের এক যাত্রী জানিয়েছেন, চালক বাস চালাতে চালাতে ক্রমাগত ফোন ব্যবহার করছিলেন। ফলে, সামনে গাড়ি চলে আসায় বাস নিয়ন্ত্রণে রাখতে পারেননি। আহতদের ইতিমধ্যেই নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।
আহত হয়েছেন 25 জন। জানা গিয়েছে, বাসটি রায়বরেলি থেকে দিল্লির দিকে যাচ্ছিল। যাওয়ার পথে হঠাৎই সামনে থেকে একটি গাড়ি ভুল লেনে চলে আসে। নিয়ন্ত্রণ না রাখতে পেরে দুর্ঘটনা ঘটে। নিহতদের সকলের পরিচয় এখনও জানা যায়নি। মাত্র তিনজনের পরিচয় জানা গিয়েছে। বাস এবং গাড়ি দুই গাড়ির যাত্রীরাই নিহত হয়েছেন বলে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, বাসে অন্তত 60 জন যাত্রী ছিলেন। পুলিশ সূত্রে খবর, গাড়ি চালক লখনউ থেকে আসার সময় ঘুমিয়ে যাওয়ার কারণে ভুল লেনে ঢুকে পড়ে গাড়িটি। অন্যদিকে, বাসের এক যাত্রী জানিয়েছেন, চালক বাস চালাতে চালাতে ক্রমাগত ফোন ব্যবহার করছিলেন। ফলে, সামনে গাড়ি চলে আসায় বাস নিয়ন্ত্রণে রাখতে পারেননি। আহতদের ইতিমধ্যেই নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।
