আজকাল ওয়েবডেস্ক: বিয়ের মরশুমে রোজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে বিয়ে সংক্রান্ত নানা ছবি, ভিডিও। কখনও চিরন্তন আচার-অনুষ্ঠান, কখনও বা ছকভাঙা কাহিনি হু-হু করে ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। এই আবহে সকলের নজর কাড়ল এক তরুণীর কীর্তি। সবকিছুর থেকে ব্যতিক্রম ঘটনা। কেন?
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বধূবেশে স্পোর্টস বাইক চালাচ্ছেন এক তরুণী। পরনে মেরুন রঙের লেহেঙ্গা। গা-ভরা সোনার গয়না। মাথায় আবার ওড়নাও। লেহেঙ্গা পরে, স্বাভাবিকভাবেই বাইক চালাচ্ছেন তরুণী। এমন দৃশ্য দেখে পথচলতি মানুষও থ হয়ে গেছেন। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় সকলেই তরুণীর দিকেই হা করে তাকিয়ে ছিলেন।
এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তুবা পাশা নামের তরুণী। তিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ইতিমধ্যেই তুবার অ্যাকাউন্টে রয়েছে ২.৩৬ লক্ষের বেশি ফলোয়ার। ভিডিওটি দেখেছেন ৮১.৭ লক্ষেরও বেশি মানুষ। পাশাপাশি লাইক ও শেয়ারের সংখ্যা ১৩ লক্ষ এবং ২৩ হাজারের বেশি।
অনেকেরই ধারণা, তরুণী সম্ভবত বাইক চালিয়ে বর খুঁজতে বেরিয়েছেন। বাইকে করেই পাত্রকে তুলে এনে বিয়ের মণ্ডপে নিয়ে যাবেন। তবে অনেকেই লিখেছেন, হেলমেট পরে বাইক না চালানোয় বড় দুর্ঘটনাও ঘটতে পারত। হেলমেট না পরে বাইক চালানোয় সমালোচনাও করেছেন কেউ কেউ।
