আজকাল ওয়েবডেস্ক: ফের মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী থাকল জেডিইউ-বিজেপি শাসিত বিহার। চোর সন্দেহে এক যুবককে চরম শারীরিক নির্যাতন। গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো ঢুকিয়ে ব্যাপক অত্যাচার করল একদল দুষ্কৃতী। এমনকী সেই অত্যাচারের ভিডিও সমাজমাধ্যমেও ছড়িয়ে দিল তারা। এ পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নৃশংস ঘটনাটি ঘটেছে বিহারের আরারিয়ায়। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, যুবকের বিরুদ্ধে বাইক চুরির অভিযোগ তুলেছিল দুষ্কৃতীরা। এরপর প্রকাশ্যে তাঁর হাত বেঁধে ব্যাপক শারীরিক নির্যাতন করে। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, যুবকের হাত বেঁধে, তাঁকে সামনের দিকে নীচু করে মারধর শুরু করে তারা। তারপর যুবকের পোশাক খুলে গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো ঢুকিয়ে দেয়। দুষ্কৃতীদের মধ্যে একজন পেন নিয়ে গোপনাঙ্গের মধ্যে লঙ্কার গুঁড়ো ঢুকিয়ে দেয়। যুবকের চিৎকার শুনেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি। অত্যাচারের মুহূর্তটি সমাজমাধ্যমেও ছড়িয়ে দেয় তারা।
পুলিশের অভিযোগ জানানোর পর, অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়। এখনও পর্যন্ত মাত্র একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অধরা বাকি অভিযুক্তরা। তবে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন তেজস্বী যাদব। নীতীশ কুমারের শাসনে বিহারে 'তালিবান রাজ' চলছে বলেও মন্তব্য করেছেন তিনি।
