আজকাল ওয়েবডেস্ক: স্কুলের হস্টেলে ধর্ষণের শিকার দ্বিতীয় শ্রেণির ছাত্রী। পরিবারের তরফে অভিযোগ দায়ের করার দুই সপ্তাহ পর গ্রেপ্তার স্কুলের মালিক।
ভয়াবহ ঘটনাটি ঘটেছে ভোপালে। ৩০ এপ্রিল বেসরকারি স্কুলের মালিক সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পরিবার। মঙ্গলবার স্কুলের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্রের খবর, থানায় নির্যাতিতার পরিবারের অভিযোগ নিতে অস্বীকার করেছিলেন পুলিশের সাব ইন্সপেক্টর। অভিযোগ তুলে নিতে জোর করেছিলেন। এই ঘটনার পর তাঁকেও সাসপেন্ড করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, বাকি দুইজনের খোঁজে তল্লাশি চলছে। তিন অভিযুক্তের বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়ের করা হয়েছে। মুখ্যমন্ত্রী মোহন যাদবের নির্দেশে সিট গঠন করে তদন্ত চলছে।
ভয়াবহ ঘটনাটি ঘটেছে ভোপালে। ৩০ এপ্রিল বেসরকারি স্কুলের মালিক সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পরিবার। মঙ্গলবার স্কুলের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্রের খবর, থানায় নির্যাতিতার পরিবারের অভিযোগ নিতে অস্বীকার করেছিলেন পুলিশের সাব ইন্সপেক্টর। অভিযোগ তুলে নিতে জোর করেছিলেন। এই ঘটনার পর তাঁকেও সাসপেন্ড করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, বাকি দুইজনের খোঁজে তল্লাশি চলছে। তিন অভিযুক্তের বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়ের করা হয়েছে। মুখ্যমন্ত্রী মোহন যাদবের নির্দেশে সিট গঠন করে তদন্ত চলছে।
