আজকাল ওয়েবডেস্ক: কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে এবার পাল্টা মুখ খুললেন কুস্তিগীর বজরং পুনিয়া। জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বজরং জানিয়েছেন, এই ধরনের মন্তব্য দেশের প্রতি ব্রিজভূষণ সিংয়ের মানসিকতা প্রকাশ করে। এটা শুধু ভিনেশের পদক ছিল না। ১৪০ কোটি ভারতীয়দের পদক ছিল। তিনি তাঁর ক্ষতিতে আনন্দিত হয়েছেন। তিনি জানিয়েছেন, যাঁরা ভিনেশের অযোগ্যতা উদযাপন করেছে, তারা কি আদৌ দেশভক্ত? আমরা ছোটবেলা থেকে দেশের জন্য লড়াই করছি। কিছু ব্যক্তি আমাদের দেশপ্রেম শেখাতে আসছেন। মহিলাদের শ্লীলতাহানি করছে

 

 

বজরংয়ের অভিযোগ, ব্রিজভূষণের বিরুদ্ধে চুরি থেকে শুরু করে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ রয়েছে। বিজেপি তাঁকে সমর্থন করছে। প্রধানমন্ত্রী মোদিথেকে এখন আমার আর কোন আশা নেই। আমার বিরুদ্ধে এজেন্সি ব্যবহার করা হয়েছেকংগ্রেসে যোগদানের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে বজরং জানিয়েছে, দল কঠিন সময়ে কুস্তিগীরদের সমর্থন করেছিল। তিনি কংগ্রেস, আপ এবং অন্যান্য বিরোধী দলকে ধন্যবাদ জানিয়েছেন। উল্লেখ্য, অলিম্পিক্সে যে ফল ভিনেশের হয়েছে তা ঈশ্বর দ্বারা নির্ধারিত হয়েছে। ভিনেশ ফোগত এবং বজরং পুনিয়া ব্রিজভূষণের বিরুদ্ধে প্রতিবাদে সর্বদাই সামনের সারিতে ছিলেন। এর ফলই ভোগ করতে হয়েছিল ব্রিজভূষণকে। জাতীয় কুস্তি দলের প্রধানের পদ থেকে শুধু অপসারণ নয়, চলতি বছরের লোকসভা নির্বাচনে বিজেপি তাঁকে টিকিট দেয়নি।

 

 

এদিন বিজেপির এই প্রাক্তন সাংসদ বলেন, যখন তাঁর বিরুদ্ধে প্রতিবাদ তৈরি হয়েছিল তিনি জানতেন এর পিছনে কংগ্রেসের হাত রয়েছে। বর্তমানে সেই সত্যি সামনে চলে এল। যেভাবে নারী নির্যাতনের সঙ্গে তাঁকে অভিযুক্ত করা হয়েছিল তার পিছনে রাজনৈতিক হাত ছিল। এই গল্পের প্রধান লেখক ছিল কংগ্রেস শিবির। তাঁকে বলতে শোনা গেল, ভিনেশ ফোগতের কাছে জানতে চাইকোনও খেলোয়াড় কি একদিনে দুটো ক্যাটাগরিতে ট্রায়াল দিতে পারে? তাঁর দাবি, ওজন নেওয়ার পর পাঁচঘণ্টা পর্যন্ত সেই ট্রায়াল থমকে রাখা যায়আপনি কুস্তিতে জিততে পারেননি। কিন্তু সেখানে আপনি প্রতারণা করে পৌঁছেছিলেন। ঈশ্বর শাস্তি দিয়েছেন আপনাকে। ভিনেশের অলিম্পিকে যাওয়ারই যোগ্যতা ছিল না। যাঁর কাছে ট্রায়ালে হেরেছিলেনতাঁর জায়গা দখল করে অলিম্পিকে যান ঝামেলা পাকিয়ে। তাই যা হয়েছে ঠিকই হয়েছে। ওঁর এটাই প্রাপ্য।