আজকাল ওয়েবডেস্ক: বছর ৪০-এর বিশ্বাস কুমার রমেশ। বৃহস্পতিবারের ভয়াবহ বিমান দুর্ঘটনায় বেঁচে গিয়েছেন বলেই জানা গিয়েছে। এখনও চলছে উদ্ধারকার্য। বৃহস্পতিবার বিশ্বাস জানিয়েছিলেন প্রাথমিক প্রতিক্রিয়া। শুক্রবার জানালেন, ওই বীভৎস মুহূর্তের কথা। সংবাদ সংস্থায় বিশ্বাস জানিয়েছেন, বিমানটি উড়ানের পরেই একটি বিকট শব্দ পান তাঁরা। আর কিছুক্ষণের মধ্যেই সেটি একটি দেওয়াল ভেঙে ঢুকে পড়ে। তিনি কীভাবে বেঁচে গিয়েছেন, এখনও বুঝতে পারছেন না নিজেই। জানিয়েছেন, তিনি বিমানের যেদিকে ছিলেন, সেই অংশটি ওই হোস্টেলের মেঝের দিকে পড়েছিল।
কিছুক্ষণের জন্য ভেবেছিলেন এখানেই সব শেষ। পরে জ্ঞান ফেরে। চতুর্দিকে মৃতদেহ দেখে, কোনওরকমে সেখান থেকে বেরিয়ে আসেন। চোখের সামনে ঘটে যাওয়া বীভৎসতার বিবরণ দিয়েছেন বিশ্বাস। উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার এআই১৭১ বিমানের ১১এ আসনে ছিলেন বিশ্বাস। আসনটি আপদকালীন দরজার পাশেই ছিল।
শুক্রবার বিশ্বাসের সঙ্গে কথা বলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ডিজিসিএ-এর রিপোর্ট অনুযায়ী, উড়ানের সময় মাত্র ৬২৫ ফুট উচ্চতা থেকে প্রতি মিনিটে ৪৭৫ ফুট হারে নিচে নামতে শুরু করে বিমানটি। পাইলটদের হাতে প্রতিক্রিয়া জানানোর জন্য ছিল মাত্র এক মিনিটেরও কম সময়।
