আজকাল ওয়েবডেস্ক: চোর এলেন চুরি করতে। টাকা চুরি করার আগে প্রণাম করে নিলেন ঠাকুরকে। আশীর্বাদ নিয়ে তারপর টাকা হাতিয়ে চোর দিলেন চম্পট। ঘটনাটি মধ্যপ্রদেশের। 

 


শনিবার গভীর রাতে সে রাজ্যের মাচলপুর জেলার হাইওয়ের ধারে এক পেট্রোল পাম্পে ঢোকেন এক ব্যক্তি। তখন সবাই ঘুমিয়ে। সন্তর্পনে ঘরে ঢুকে সামনেই দেখেন ঠাকুরের সিংহাসন। সেখানে রয়েছে ঠাকুর। তা দেখে চোখ বুঝে হাত ঠেকালেন কপালে। এরপর খানিকক্ষণ বিড় বিড় করে প্রার্থনা করেন। তারপরই টাকা খুঁজতে ড্রয়ার টানেন চোর। কিছুক্ষণের চেষ্টায় সেটি খোলা যায়। এরপর সেখানে থাকা সব টাকা নিজের জিম্মায় নেয় ওই চোর। গোটা ঘটনাটি দেখা গিয়েছে সিসিটিভিতে। 

 

 


দেখা যাচ্ছে নীল জ্যাকেট পরে একজনকে ঘরে ঢুকতে। মুখ রুমাল দিয়ে ঢাকা। তবে টাকা হাতানোর পর তাঁর নজর পরে সিসিটিভির দিকে। তখন সে সেটা বন্ধ করার চেষ্টা করলে এবং সিসিটিভির মুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলে তাতে সফল হননি। এরপর এক লাখ ৫৭ হাজার টাকা নিয়ে চম্পট দেন চোর। ঘটনার সময় ওই পেট্রোল পাম্পের কর্মচারীরা ঘুমোচ্ছিলেন। পরে ঘুম ভেঙে তাঁরা দেখেন ড্রয়ার থেকে টাকা উধাও। এরপর তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে ঘটনাস্থল থেকে একটি লোহার রড ও একটি শাড়ি উদ্ধার করেছে। এই ঘটনায় মামলা রুজু হয়েছে। ওই ব্যক্তি একা ছিলেন নাকি সঙ্গে আরও অনেকে তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি।