আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ পথ দুর্ঘটনা তেলেঙ্গানায়। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গাড়ি। দুর্ঘটনায় একসঙ্গে এক পরিবারের সাতজন সদস্য প্রাণ হারালেন। আহত হয়েছেন আরও কয়েকজন। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার সন্ধেয় দুর্ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার মেদাক জেলায়। পুলিশ জানিয়েছে, মৃতেরা ভীমলা ঠান্ডা এলাকার বাসিন্দা। বাড়ি ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়ি। পরিবারের আরও কয়েকজন সদস্য গাড়িতে ছিলেন। তাঁরাও গুরুতর আহত হয়েছেন। সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সাতজনের প্রাণ বাঁচানো যায়নি। 

 

পুলিশ জানিয়েছে, বাড়ি ফেরার পথে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গাড়ির চালক। গাড়িটি উল্টে পড়ে রাস্তার ধারের একটি গর্তে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই পুলিশে খবর পাঠান। ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় পুলিশ। গাড়ি থেকে গুরুতর আহত অবস্থায় সকলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসকরা সাতজনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। 

 

মর্মান্তিক দুর্ঘটনায় একটি মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী রেভনাথ রেড্ডি। আহতদের চিকিৎসার জন্য প্রশাসনকে সহায়তা করার নির্দেশ দিয়েছেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।