আজকাল ওয়েবডেস্ক: উৎসবের আবহে ছড়াল শোক। গণেশ বিসর্জনে গিয়ে ট্রাকে পিষে মৃত্যু হল তিন শিশুর। আহত আরও ছয়জন। মর্মান্তিক এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ালেও, শোকের ছায়া এলাকায়। পুলিশ এই ঘটনায় দুইজনকে আটক করেছে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ধুলে জেলায়। চিতোর এলাকায় গণেশ বিসর্জনের সময় রাস্তার দুই ধারে জড়ো হয়ছিলেন বহু মানুষ। মঙ্গলবার মণ্ডপ থেকে গণেশ মূর্তিটি তুলে রাখা হয় একটি ট্রাকে। সেই সময় গণেশের পা ছুঁয়ে প্রণাম করতেও হুড়োহুড়ি শুরু হয়। ভিড়ের মধ্যে ট্রাক থেকে নেমে আসেন চালক। 

 

আচমকা সেই সময়েই ট্রাক চালকের আসনে বসেন এক ব্যক্তি। গণেশ বিসর্জনের যাত্রা শুরু হতেই সেই ব্যক্তিই স্টিয়ারিং ঘোরাতে শুরু করেন। তখনই নিয়ন্ত্রণ হারান ওই ব্যক্তি। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার একপাশে দাঁড়িয়ে থাকা পরপর নয়জনকে পিষে দেয় ট্রাকটি। চারিদিকে আর্তনাদ ছড়াতেই ট্রাক চালকের আসন ছেড়ে পালিয়ে যান ওই ব্যক্তি। 

 

দ্রুত নয়জনকে উদ্ধার করে হিরে মেডিক্যাল কলেজে নিয়ে যান স্থানীয়রা। সেখানে তিনজন শিশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি ছয়জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার কিছুক্ষণ পরেই ওই ব্যক্তি এবং ট্রাক চালককে আটক করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।