আজকাল ওয়েবডেস্ক: ত্রিপুরায় ভয়াবহ বন্যায় জারি মৃত্যুমিছিল। গত সোমবার থেকে শনিবার রাত পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুইজন ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ান রয়েছেন। উদ্ধারকাজে গিয়ে তাঁদের মৃত্যু হয়েছে। বন্যায় জলের তোড়ে ভেসে, ভূমিধসে চাপা পড়ে অধিকাংশ প্রাণহানির ঘটনাগুলো ঘটেছে।
প্রশাসন সূত্রে খবর, গত সোমবার থেকে মুষলধারে বৃষ্টির কারণে আট জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। এ পর্যন্ত ১ লক্ষ ২৮ হাজার মানুষ গৃহহীন। রাজ্য জুড়ে সাড়ে পাঁচশোর বেশি অস্থায়ী ত্রাণ শিবির খোলা হয়েছে। গৃহহীন মানুষদের সেখানে ঠাঁই দেওয়া হয়েছে। এ পর্যন্ত হাজারের বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই হাজারের বেশি জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে। চাষের জমিও জলমগ্ন। ফলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ইতিমধ্যেই বন্যাকবলিত এলাকা, ত্রাণ শিবির পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এখনও উদ্ধারকাজ চালাচ্ছে। একাধিক জেলায় বন্যার কারণে লোকাল ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ।
গত বৃহস্পতিবার দুপুর থেকে বৃষ্টির পরিমাণ কমেছিল ত্রিপুরায়। যে সমস্ত নদীতে জলস্তর বিপদসীমা পেরিয়ে গিয়েছিল, সেখানে জল নামছে ক্রমাগত। তবে মৌসম ভবন জানিয়েছে, সপ্তাহান্তে আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আগামী তিনদিন। জারি করা হয়েছে সতর্কতা।
