আজকাল ওয়েবডেস্ক: একই বিক্রেতার তৈরি মোমো খেয়ে অসুস্থ ১৫ জন। ঘটনাটি হায়দারাবাদের বানজারা হিলে। মৃত্যু হয়েছে ৩১ বছর বয়সী এক মহিলার। জানা গিয়েছে, মোমো একজন বিক্রেতা বানালেও তা বিক্রি হয়েছে একাধিক দোকান থেকে। যেখান থেকে মোমো খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন একাধিক। জানা গিয়েছে, একই বিক্রেতার তৈরি মোমো খেয়েছিলেন অসুস্থ হওয়া ১০ জন। তবে পুলিশ জানিয়েছে, বানজারা হিলস এলাকার ভিন্ন দোকান থেকে মোমো খেয়েছিলেন তাঁরা। তারই মধ্যে মৃত্যু হয়েছে এক মহিলার।

 

 

তাঁর পরিবার জানিয়েছে, মোমো খাওয়ার এক ঘণ্টা পর থেকেই তাঁর ফুড পয়জনিং শুরু হয়। অবস্থার ক্রমশ অবনতি ঘটলে হাসপাতালে ভর্তি করা হয়। তাতেও অবশ্য কোনও লাভ হয়নি। পুলিশ জানিয়েছে, মৃতার সঙ্গে আরও বেশ কয়েকজন ‘দিল্লি মোমো’ নামক একটি স্টল থেকে মোমো খেয়েছিলেন। জানা গিয়েছে, চিনতাল বস্তি এলাকায় অবস্থিত এই দোকানটি প্রায় তিন মাস আগে ছ’জন যুবক মিলে খুলেছিলেন। তাঁরা প্রত্যেকেই বিহারের বাসিন্দা। ইতিমধ্যেই, পুলিশের তরফে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করা হয়েছে।  গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপাল কর্পোরেশন ওই মোমো বিক্রেতার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।

 

 

খাদ্য নিরাপত্তা কর্মকর্তারা পুলিশসহ দোকানটি চিহ্নিত করে তদন্ত করছেন। তাঁরা জানিয়েছেন, এটি বৈধ লাইসেন্স ছাড়াই পরিচালনা করা হচ্ছিল। খাদ্যের নমুনা সংগ্রহ করে এবং বিক্রেতাকে সমস্ত ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই, স্থানীয় প্রশাসনের তরফে বানজারা হিলস পুলিশকে মহিলার মৃত্যুর কারণ এবং অন্যান্য রোগীদের অসুস্থতার বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি, আমজনতাকে সতর্ক থাকার জন্য বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে।