আজকাল ওয়েবডেস্ক: একই সঙ্গে জন্ম নেওয়া দুই যমজ সন্তানের বাবা দু’জন আলাদা ব্যক্তি? গল্প নয়, বাস্তবেই এমন ঘটনা ঘটেছে ব্রাজিলে। ১৯ বছরের এক তরুণী এমন যমজ সন্তানের জন্ম দিয়েছেন, যাদের বাবা দুই ভিন্ন পুরুষ। এহেন বিরল ঘটনায় তাজ্জব বনে গিয়েছেন খোদ চিকিৎসকেরাও।
ব্রাজিলের গোইয়াস প্রদেশের মিনেরিওস শহরের বাসিন্দা ওই তরুণী জানান, একই দিনে তিনি দু’জন ভিন্ন পুরুষের সঙ্গে মিলিত হয়েছিলেন। ‘ডেইলি মেল’-এর প্রতিবেদন অনুযায়ী, সেই মিলনের পরেই তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তাই তাঁর সন্তানদের আসল বাবা কে, তা নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন তরুণী। আর ডিএনএ পরীক্ষার ফল দেখেই চক্ষু চড়কগাছ ডাক্তারদের। দুই সন্তানের বাবা দু’জন! 
কিন্তু বিষয়টি সম্ভব হল কীভাবে? চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় এই ঘটনাকে বলা হয় ‘হেটেরোপ্যারেন্টাল সুপারফেকানডেশন’। তরুণীর চিকিৎসক জানিয়েছেন, এটি তখনই ঘটে যখন কোনও মহিলার ঋতুচক্রে নির্গত হওয়া দু’টি পৃথক ডিম্বাণু, যৌন মিলনের মাধ্যমে দু’জন ভিন্ন পুরুষের শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়। তরুণীর চিকিৎসক তুলিও জর্জ ফ্রাঙ্কো জানিয়েছেন, শিশুদুটি পৃথক অমরা বা প্ল্যাসেন্টাতে বেড়ে উঠেছে। তাঁর মতে, বিষয়টি এতই বিরল, যে সারা বিশ্বে এই ধরনের ঘটনা নথিভুক্ত হয়েছে মাত্র ২০টি।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জন্মের পর সুস্থই আছে দুই ক্ষুদে। তাঁদের বয়স এখন ১৬ মাস। স্বস্তির বিষয়, দুই বাবার মধ্যে একজন ওই তরুণীর দুই সন্তানেরই দেখভালের দায়িত্ব নিয়েছেন।