আজকাল ওয়েবডেস্ক: এমন বিচিত্র ঘটনার কাছে কল্পবিজ্ঞানও পাত্তা পাবে না। ৩৩ বছর বয়সি এক যুবকের পায়ু পথে পেটের ভেতর ঢুকে রীতিমতো তাণ্ডব চালিয়ে বৃহদন্ত্র ফুটো করে দিল জ্যান্ত ইল! শেষে প্রাণ যায় যায় অবস্থা। চিকিৎসকেরা অস্ত্রোপচার করে যখন মাছটিকে বের করলেন, তখনও সেটি জীবন্ত। ঘটনাটি ঘটেছে চীনের হুনান মেডিক্যাল ইউনিভার্সিটিতে।
চিকিৎসকরা জানান, রোগী তীব্র পেটের যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন। জানান ব্যথা এতই তীব্র যেন মনে হচ্ছে পেটের ভিতরে ছুরি চালাচ্ছে কেউ। ততক্ষণে পেট ফুলতে শুরু করে দিয়েছে, সঙ্গে কাঁপুনি দিয়ে জ্বর। অবস্থা বেগতিক দেখে চিকিৎসকেরা অবিলম্বে সিটি স্ক্যান করতে বলেন। পেটের সিটি স্ক্যান করতেই চক্ষু চড়কগাছ! পেটের গহ্বরে স্পষ্ট হয়ে উঠল একটি লম্বাটে জীবের দেহ।
আর দেরি করেননি হাসপাতালের সার্জন লিউ কাই। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। চিকিৎসকেরা যখন ওই ব্যক্তির পেট কাটেন, তখন তাঁরা হতবাক। দেখেন, পেটের ভিতরে ফুটখানেক লম্বা একটি ইল মাছ লাফাচ্ছে! এমনকী বৃহদন্ত্র ছিঁড়ে মাছটি পেটের ভেতরের গহ্বরে সাঁতরে বেড়াচ্ছে। এর ফলে মারাত্মক সংক্রমণ বা পেরিটোনাইটিস হয়ে গিয়েছিল, একটু দেরি হলেই পঞ্চত্ব প্রাপ্তি হত ওই যুবকের। অত্যন্ত দক্ষতার সঙ্গে সার্জনরা মাছটিকে বের করে আনেন এবং ক্ষতিগ্রস্ত অন্ত্র মেরামত করেন। আরও অবাক করা বিষয়টি হল অস্ত্রোপচারের পরেও মাছটি জীবিত ছিল!
হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, “রোগী যখন আমাদের কাছে আসেন, তখন তাঁর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। আর একটু দেরি হলেই সেপটিক শকের কারণে তাঁর মৃত্যু হতে পারত। এটি একটি অত্যন্ত বিরল এবং বিপজ্জনক ঘটনা।”
আপাতত ওই ব্যক্তি সুস্থতার পথে। তবে ঠিক কী করে মাছটি ওই যুবকের পেটে ঢুকল তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে চিকিৎসকদের ধারণা এই ধরনের ইল মাছ সাধারণত পুকুরে থাকে। সম্ভবত ওই ব্যক্তি জলে নেমে স্নান করার সময় পায়ু পথে তাঁর শরীরে ঢুকে পড়ে ইল।।