আজকাল ওয়েবডেস্ক: কানের ভিতরে সুড়সুড় করলেই অনেকে অভ্যেসবশে কটন ইয়ার বাড ঢুকিয়ে নেন। উদ্দেশ্য একটাই কানের ময়লা পরিষ্কার করা। কিন্তু জানেন কি কানে ইয়ার বাড ঢোকালে সাময়িক স্বস্তি মিললেও এই অভ্যেস শ্রবণশক্তির পক্ষে বিপজ্জনক হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, আমাদের কানে যে ময়লা বা সিবাম জমে, তা শরীরের স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থার অংশ। এটি কানকে ধুলোমাটি ও জীবাণুর হাত থেকে রক্ষা করে। ইয়ার বাড দিয়ে সেটি বার করতে গেলে বরং সেই সিবাম আরও ভিতরে চলে যেতে পারে। ফলে কানের ভিতরের স্পর্শকাতর অংশে চাপ পড়ে। এতে সংক্রমণ, ব্যথা, এমনকি শ্রবণশক্তি কমে যাওয়ার আশঙ্কাও থাকে।
দিল্লি এইমস-সহ একাধিক প্রতিষ্ঠানের ইএনটি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বাড দিয়ে কান পরিষ্কারের কোনও চিকিৎসাগত প্রয়োজন নেই। বরং নিয়মিত গরম জলে ভেজানো তোয়ালে দিয়ে কানের ছিদ্রের বাইরের অংশ মুছে নেওয়াই যথেষ্ট। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে এই অভ্যেস আরও বিপজ্জনক হতে পারে। তাই চিকিৎসকদের পরামর্শ, মোম থাকুক নিজের জায়গাতেই, প্রয়োজন হলে চিকিৎসকের কাছে গিয়ে বিশেষ যন্ত্রের সহায়তায় পরিষ্কার করুন। নয়তো সমস্যা বাড়বে কানেই!
