আজকাল ওয়েবডেস্ক: সাধারণত আমরা মনে করি, দাঁত না মাজলে কেবল দাঁতে পোকা বা মুখে দুর্গন্ধের মতো সমস্যাই হয়। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই সামান্য অবহেলার পরিণতি হতে পারে মারাত্মক। বিশেষ করে, রাতে ঘুমোতে যাওয়ার আগে দাঁত না মাজার অভ্যাস হৃদরোগের আশঙ্কা বাড়িয়ে তুলতে পারে।
মুখের জীবাণু কীভাবে হৃদযন্ত্রে পৌঁছায়?
আমাদের মুখে লক্ষ লক্ষ জীবাণু বা ব্যাকটেরিয়া বাস করে। যখন আমরা খাবার খাই, তখন দাঁতের ফাঁকে খাবারের কণা জমে থাকে। রাতে দাঁত না মাজলে এই জমে থাকা খাবারের উপর ভিত্তি করে জীবাণুরা দ্রুত বংশবৃদ্ধি করে। এর ফলে মাড়িতে প্রদাহ বা জিনজিভাইটিস এবং পেরিওডোনটাইটিস-এর মতো রোগ দেখা দেয়। বিশেষজ্ঞদের মতে, বিপত্তি শুরু হয় এখান থেকেই।
১. রক্তস্রোতে সংক্রমণ: জীবাণুর আক্রমণে মাড়িতে রক্তপাত হতে পারে। এই সুযোগে মুখের ক্ষতিকর জীবাণু, খুব সহজে রক্তস্রোতে মিশে যায়। রক্তের মাধ্যমে এই জীবাণুরা সারা শরীরে ছড়িয়ে পড়ে, এমনকী হৃদযন্ত্রের ধমনীতেও পৌঁছতে পারে।
২. প্রদাহ ও অ্যাথেরোস্ক্লেরোসিস: দাঁতের জীবাণু যখন ধমনীর গায়ে আটকে যায়, তখন শরীর সেগুলোকে শত্রু হিসেবে চিহ্নিত করে। ফলে শরীরের প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। এর ফলে দীর্ঘস্থায়ী প্রদাহ এবং অ্যাথেরোস্ক্লেরোসিস নামক রোগ হতে পারে। এই দু’টি সমস্যা হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়।
রাতে দাঁত মাজা বেশি জরুরি কেন?
দিনের বেলায় আমাদের মুখে লালা নিঃসরণের হার বেশি থাকে। লালারস মুখকে পরিষ্কার রাখতে ও জীবাণু নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। কিন্তু রাতে ঘুমের সময় লালা নিঃসরণ প্রায় বন্ধ হয়ে যায়। ফলে, এই সময়ে জীবাণু তাড়াতাড়ি বংশবৃদ্ধির করে। একারণেই রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্রাশ করে মুখ জীবাণুমুক্ত করা অত্যন্ত জরুরি।
