আজকাল ওয়েবডেস্ক: বেশ কিছুক্ষণ ধরেই চোখ কচকচ করছে। ভেবেছিলেন ধুলোবালি গিয়েছে হয়তো। কিন্তু শেষ পর্যন্ত এতোই সমস্যা দেখা দেয় যে চিকিৎসকের কাছে যেতে বাধ্য হন টনি এক্সাল। আর সেখানে চোখ পরীক্ষা করতে গিয়ে চিকিৎসকরা যা দেখেন তাতে আত্মারাম খাঁচাছাড়া হওয়ার উপক্রম। দেখা যায় ধুলোবালি নয়, টনির চোখের ভিতরে রক্ত চুষছে আস্ত একটি জোঁক!
নিজেই ঘটনার কথা ছবি-সহ প্রকাশ করেছেন সমাজমাধ্যমে। আদতে ইংল্যান্ডের অক্সফোর্ডের বাসিন্দা টনি একটি ভ্রমণসংস্থার মালিক। মূলত দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে পর্যটকদের নিয়ে যান তিনি। তেমনই একটি ট্যুরের পরিকল্পনা করতে গত ২২ মে ইন্দোনেশিয়ার পশ্চিম পপুয়াতে গিয়েছিলেন তিনি। মূলত বিরল সব পাখি দেখার জন্যেই স্থানীয় একটি অরণ্যে ট্রেকিং করেন পর্যটকরা। সেই ট্রেকিং-এর পথেই চোখের সমস্যা শুরু হয় ৫৮ বছর বয়সি টনির।
টনি জানিয়েছেন, প্রথমে ঘণ্টা খানেক বিষয়টিকে পাত্তা দেননি তিনি। কিন্তু তাঁর সঙ্গী হঠাৎ করেই তাঁর চোখের অবস্থা দেখে চমকে ওঠেন। তাঁর কথায়, চোখটি এতোই লাল হয়ে গিয়েছিল যে তিনিই তাঁকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। তড়িঘড়ি ট্রেক ছেড়ে নেমে আসেন তাঁরা। হাসপাতালে গিয়ে বুঝতে পারেন অক্ষিগোলক একেবারে কামড়ে ধরেছে জোঁক। বহু কষ্টে চিমটে দিতে ধরে সেটিকে বার করেন চিকিৎসকরা। টনির ধারণা ক্যামেরায় চোখ লাগিয়ে ছবি তোলার সময়েই কোনও ভাবে সেটি তাঁর চোখে চলে গিয়েছিল। আর তাতেই বিপত্তি।
