আজকাল ওয়েবডেস্ক: মেনোপজ পেরোলেই জীবনে আর রোম্যান্স নেই — এমন ধারণা ভেঙে দিচ্ছে সাম্প্রতিক এক আন্তর্জাতিক গবেষণা। ইরানের কাজভিন শহরে ২০২২-২৩ সালে পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, ৬৮% থেকে ৮৬.৫% মহিলারা মেনোপজ পরবর্তী যৌন সমস্যা ভোগ করেন, অথচ বেশিরভাগই সাহায্য চান না।

গবেষণায় অংশ নেওয়া ১৫ জন মেনোপজ-পরবর্তী মহিলা ও ৬ জন বিশেষজ্ঞ জানিয়েছেন, সমস্যা শুধু শরীরের নয় — মানসিক চাপ, সাংসারিক টানাপোড়েন, আর সমাজের ট্যাবু বিষয়গুলো এই অভিজ্ঞতাকে আরও জটিল করে তোলে।

তবে আশার কথা, যাঁরা নিজেদের পরিবর্তন মেনে নিয়েছেন, সঙ্গীর সঙ্গে খোলাখুলি আলোচনা করেছেন, তাঁরা জীবনের এই নতুন অধ্যায়ে আবার ভালোবাসার রঙ খুঁজে পেয়েছেন। গবেষকরা বলছেন, তথ্য, শিক্ষা, আর সহানুভূতিই হতে পারে এই নীরব সমস্যার মূল সমাধান।