প্লাস্টিকের বোতলের রং যদি সাদা হয় তাহলে সেখানে জীবানু তৈরির সম্ভাবনা কম থাকে। তবে যদি এটি রঙিন হয় তাহলে সেখানে জীবানু দ্রুত তৈরি হয়ে থাকে।
2
8
প্লাস্টিকের বোতল ব্যবহারের পর তাকে ফেলে দিতে হবে। নাহলে সেটিতে ধীরে ধীরে জীবানু তৈরি হবে। এই জীবানু পেটের সমস্যা তৈরি করবে।
3
8
প্লাস্টিকের বোতল তৈরি হয় এক ধরণের প্লাস্টিক কণা দিয়ে। এই কণাগুলি সহজে নষ্ট হয় না। ফলে সেখানে জীবানু তৈরির উপযুক্ত পরিবেশ তৈরি হয়।
4
8
প্লাস্টিকের বোতল জলে ফেলে দেওয়ার ফলে সেখান থেকে এই জীবানু দ্রত জলে মিশতে থাকে। ফলে সেখান থেকে জল দূষণের মাত্রা বাড়তে থাকে।
5
8
প্লাস্টিক একমাত্র পুড়িয়ে দিলে তবে তা নষ্ট হতে পারে। নাহলে সহজে এটিকে নষ্ট করা যায় না। মাটিতে ফেলে দিলে মাটিকেও দূষণ করে থাকে।
6
8
প্লাস্টিক দূষণের ফলে বহু জলের প্রাণীরা অকালে নিজেদের প্রাণ হারিয়েছে। পুকুরে যদি প্লাস্টিক ফেলেন তাহলে সেখানকার মাছগুলি ধীরে ধীরে অসাড় হয়ে যাবে।
7
8
প্লাস্টিকের বোতল যদি নিয়মিত হারে পরিষ্কার না করেন তাহলে সেখানে যে শ্যাওলা পড়বে সেখান থেকে নতুন জীবানু তৈরি হবে। সেই জীবানু অতি সহজেই দেহে নানা রোগের সৃষ্টি করবে।
8
8
পৃথিবীতে প্লাস্টিক এমন একটি বস্তু যাকে সহজে শেষ করা যায় না। তাই বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ প্লাস্টিকের ব্যবহার কমিয়েছে। তারা ধীরে ধীরে কাপড় বা কাঁচের দিকে ঝুঁকেছে।