পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল ঘিরে বুধবার তীব্র উত্তেজনার পরদিনই জেল কর্তৃপক্ষ স্পষ্ট জানাল—প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান সুস্থ রয়েছেন এবং জেলের মধ্যেই আছেন। তাঁর মৃত্যু বা অসুস্থতা নিয়ে ছড়ানো গুজবকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে মন্তব্য করে প্রশাসন জানায়, ইমরান নিয়মিত ও পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন।
2
10
জেল প্রশাসনের বিবৃতিতে বলা হয়, “ইমরান খানকে অন্য কোথাও স্থানান্তর করা হয়েছে—এমন খবর সম্পূর্ণ অসত্য। তিনি জেলের ভেতরে সম্পূর্ণ সুস্থ অবস্থায় আছেন।”
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান এবং দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ইমরান খান গত দুই বছর ধরে একাধিক দুর্নীতি ও সন্ত্রাসবাদের মামলায় বন্দি।
3
10
ইমরানের বোন এবং দুই ছেলে অভিযোগ করেছেন, ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর তাঁকে অমানবিক পরিস্থিতিতে একাকী কারাবাসে রাখা হয়েছে। তাঁদের দাবি, নিয়ম মেনে সাক্ষাৎ-সুবিধা সত্ত্বেও আদালতের নির্দেশ মানা হচ্ছে না।
4
10
ইসলামাবাদ হাই কোর্ট সপ্তাহে দু’দিন পরিবারের সঙ্গে সাক্ষাৎ–সুবিধা দেওয়ার অনুমতি দিয়েছে। কিন্তু ইমরানের বোন নওরিন খান (নেয়াজি), আলেমা খান ও উজমা খান অভিযোগ করেছেন, তাঁদের জেলের ভেতরে ঢুকতেই দেওয়া হয় না।
5
10
বুধবার পরিস্থিতি চরমে ওঠে। ইমরানের বোনেরা জেলের চেকপোস্টের সামনে বিক্ষোভ শুরু করলে অল্প সময়েই হাজার হাজার পিটিআই সমর্থক সেখানে জড়ো হন। উত্তেজনা এতটাই বাড়ে যে, বিক্ষোভকারীদের একটি অংশ জেল ভেঙে ঢোকার চেষ্টা করেছে বলেও রিপোর্ট প্রকাশিত হয়েছে।
6
10
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও জেল কর্তৃপক্ষ আলেমা খানকে আশ্বাস দেয় যে শীঘ্রই ইমরানের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করা হবে। পরে সেই প্রতিশ্রুতির ভিত্তিতে বিক্ষোভ স্থগিত করা হয়। রিপোর্ট অনুযায়ী, ইমরানের বোনেরা বৃহস্পতিবার এবং পরের মঙ্গলবার তাঁর সঙ্গে দেখা করতে পারবেন।
7
10
এর আগে গত সপ্তাহেও ইমরানের বোনেরা একই জায়গায় ধর্না দিয়েছিলেন। তাঁদের অভিযোগ, সে সময় পুলিশ তাঁদের রাস্তায় টেনে নিয়ে যায়, মারধর করে এবং অল্প সময়ের জন্য আটকও করে।
8
10
অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, ইমরান খান জেলে “অসাধারণ আরাম” পাচ্ছেন। তাঁর কথায়, ইমরানের জন্য যে খাবার পাঠানো হয়, “তা পাঁচ তারকা হোটেলের মেনুতেও পাওয়া যায় না।” তিনি আরও জানান, ইমরানের কাছে টেলিভিশন, ব্যায়াম করার সরঞ্জাম, ডাবল বেড এবং ভেলভেট ম্যাট্রেস পর্যন্ত রয়েছে।
9
10
নিজের জেলজীবনের সঙ্গে তুলনা করে আসিফ বলেন, “আমরা ঠান্ডা মেঝেতে ঘুমিয়েছি, সাধারণ জেলের খাবার খেয়েছি। জানুয়ারিতে মাত্র দুটি কম্বল ছিল, গরম জলের ব্যবস্থাও ছিল না।” তিনি দাবি করেন, সে সময়কার সুপারিনটেনডেন্ট নিজে এসে তাঁর সেল থেকে গিজার খুলে নিয়ে গিয়েছিলেন।
10
10
ইমরান খানের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে গুজব, পরিবারের অভিযোগ, পিটিআই সমর্থকদের তীব্র প্রতিবাদ—সব মিলিয়ে আদিয়ালা জেলের পরিস্থিতি এখন পাকিস্তানের রাজনৈতিক অনিশ্চয়তার প্রতীক হয়ে উঠেছে। জেল প্রশাসন আশ্বস্ত করলেও উত্তেজনা থামছে না, আর আদালতের নির্দেশ মানা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে।