নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি গ্রহ স্থান পরিবর্তন করে। যার প্রভাব পড়ে ১২টি রাশির উপর। কখনও কখনও গ্রহ-নক্ষত্র সোজা ও উল্টো পথে যায় অর্থাৎ মার্গী ও বক্রী দশার কারণে বিভিন্ন রাশির জীবনে বদল আসে। ঠিক যেমন শীঘ্রই বুধ ও শনি মার্গী হতে চলেছে।
2
11
৫০০ বছর পর এই দুই গ্রহ একসঙ্গে বক্রী চলন ছেড়ে মার্গী হওয়ায় পাঁচ রাশির ইতিবাচক বদল আসবে।
3
11
বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিদেবের মাহাত্ম্য অপরিসীম। অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ শনি ন্যায় ও কর্মফলের দেবতা। গ্রহদের মধ্যে সবচেয়ে ধীর গতিশীল গ্রহ শনি প্রতি আড়াই বছরে রাশি পরিবর্তন করেন। ১২টি রাশির একটি পূর্ণ চক্র সম্পন্ন করতে শনিদেবের প্রায় ৩০ বছর সময় লাগে।
4
11
সৌরমণ্ডলের সবচেয়ে ছোট গ্রহ হলেন বুধ। জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাজকুমার বুধকে তীক্ষ্ণ বুদ্ধি, বিবেক এবং যৌক্তিক ক্ষমতার কারক বলে মনে করা হয়। প্রতি ১৫ দিন অন্তর বুধ রাশি পরিবর্তন করেন
5
11
আগামী ২৯ নভেম্বর বুধ বক্রীদশা ছেড়ে মার্গী হবে। অন্যদিকে, শনি বর্তমানে রয়েছে মীন রাশিতে এবং বক্রী শনি আগামী ২৮ নভেম্বর মার্গী হবে।
6
11
পরপর দু’দিনে বুধ ও শনির সোজা চলন শুরু হবে। ৫০০ বছর পর এমন বিরল ঘটনা ঘটতে চলেছে। যার ফলে সৌভাগ্যের দরজা খুলবে পাঁচ রাশির। অর্থ-যশ-খ্যাতিতে ভরবে সেই সব রাশির জীবন। আপনিও কি আছেন তালিকায়? জেনে নিন-
7
11
বৃষঃ বৃষ রাশির জাতক-জাতিকাদের ভাগ্য সহায় হবে। শিক্ষা কিংবা গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিরা উন্নতি করবেন। একাধিক শুভ যোগের প্রভাবে আধ্যাত্মিক ধারণায় বিশ্বাস বাড়বে। নতুন কোনও কাজের সঙ্গে যুক্ত হতে পারেন।
8
11
মিথুনঃ শীঘ্রই মিথুন রাশির জীবনে বদল আসতে চলেছে। অনেক দিনের অপূর্ণ ইচ্ছা পূরণ করতে পারবেন। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। অর্থ উপার্জন একাধিক রাস্তা পাকা হবে। চাকরিতে নতুন সুযোগ পেতে পারেন। সামাজিক সম্পর্ক দৃঢ় করবে।
9
11
কন্যাঃ কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ হতে চলেছে। সমাজে সুখ্যাতি অর্জন করতে পারেন। আয়-ব্যয়ের সামঞ্জস্য রেখে সঞ্চয় করতে পারবেন। অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হবে।
10
11
মকরঃ শনি-বুধের প্রভাবে মকর রাশির জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে। যে কোনও কাজে ইতিবাচক মনোভাব থাকবে। কর্মক্ষেত্রে কাজের পরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের থেকে সহযোগিতা পাবেন।
11
11
কুম্ভঃ কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জীবনে সুদিন ফিরবে। এই রাশির জীবনে প্রেম, সৃজনশীলতা এবং সন্তান সংক্রান্ত বিষয় শুভ হতে চলেছে। সঙ্গীর সঙ্গে