নভেম্বর ২০২৫-এ দেশের বেশ কিছু ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিট (FD) সুদের হার আপডেট করেছে। সাধারণ গ্রাহক থেকে সিনিয়র সিটিজেন—সব বিভাগের জন্যই এসেছে একাধিক মেয়াদের নতুন সুদের অফার। ২১ নভেম্বর ২০২৫ পর্যন্ত দেশের বড় কয়েকটি ব্যাঙ্কের সংশোধিত সুদের হারের বিশদ প্রকাশ্যে এসেছে, যার মধ্যে সিনিয়র নাগরিকরা (৬০+) পাচ্ছেন অতিরিক্ত ০.৫০% পর্যন্ত সুদের সুবিধা।
2
14
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক: কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক সিনিয়র সিটিজেনদের জন্য ঘরোয়া, এনআরও এবং এনআরই অ্যাকাউন্টে ৩ কোটি-র কম জমার ক্ষেত্রে আকর্ষণীয় সুদের হার ঘোষণা করেছে।
3
14
স্বল্পমেয়াদি এফডি: ৭–১৪ দিন ও ১৫–৩০ দিনের জন্য সুদ ৩.২৫%। ৩১–৪৫ দিনে ৩.৫০%। ৪৬–৯০ দিনের জমায় সুদ ৪.০০%।
4
14
মধ্যমেয়াদি পরিকল্পনা: ১ বছরের এফডি (৩৬৫–৩৮৯ দিন) দিচ্ছে ৬.৭৫%। আবার ৩৯০ দিন থেকে ২ বছরের কম মেয়াদে সুদের হার ৭.০০–৭.২০%—যা মধ্যমেয়াদি সঞ্চয় পরিকল্পনায় বেশ লাভজনক।
5
14
দীর্ঘমেয়াদি জমা: ২–১০ বছরের জমায় সুদ ৬.৯০% থেকে ৬.৭৫%। ৫ বছরের বেশি থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদে পাওয়া যাচ্ছে ৬.৭৫%।
6
14
ব্যাঙ্ক আগাম উত্তোলনের সুবিধা দিচ্ছে, তবে তাতে অনুপাতে সুদ কমে যাবে। সিনিয়র নাগরিকদের জন্য প্রতিটি স্ল্যাবে সাধারণত ০.৫০% অতিরিক্ত সুদ কার্যকর।
7
14
আইসিআইসিআই ব্যাঙ্ক: আইসিআইসিআই ব্যাঙ্কও সিনিয়র নাগরিকদের জন্য প্রতিযোগিতামূলক সুদহার ঘোষণা করেছে। ৭–৪৫ দিনের স্বল্পমেয়াদি জমায় সুদ ৩.২৫%, ৪৬–৯০ দিনে বেড়ে ৪.৫০%।
8
14
১ বছরের ঠিক আগে (১৮৫ দিন থেকে ১ বছরের কম) মেয়াদে সুদ ৬.০০%। ১–১.৫ বছর মেয়াদি এফডি দিচ্ছে ৬.৭৫%। দীর্ঘমেয়াদে (২ বছর ১ দিন থেকে ১০ বছর) সিনিয়রদের জন্য সর্বোচ্চ সুদ পৌঁছেছে ৭.১০%-এ।
9
14
ফেডারেল ব্যাঙ্ক: ৩ কোটি-র কম জমায় ফেডারেল ব্যাঙ্ক ৭–২৯ দিনে ৩.৫০%। ৩০–৪৫ দিনে ৩.৭৫%। ৪৬–৯০ দিনে ৪.৭৫% সুদ দিচ্ছে।
10
14
১ বছরের এফডি-তে সিনিয়র সিটিজেনদের সুদ ৬.৭৫%।
সবচেয়ে আকর্ষণীয় হল ৯৯৯ দিনের (প্রায় ২.৭ বছর) পরিকল্পনা, যেখানে সুদ সর্বোচ্চ ৭.২০%।
11
14
অ্যাক্সিস ব্যাঙ্ক: অ্যাক্সিস ব্যাঙ্ক সিনিয়র সিটিজেনদের সাধারণ গ্রাহকদের তুলনায় ০.৫০% থেকে ০.৭৫% পর্যন্ত অতিরিক্ত সুদ দিচ্ছে।
12
14
১ বছর থেকে ১ বছর ১০ দিনের এফডিতে সুদ ৬.৭৫%। ১৮ মাস থেকে ২ বছরের মেয়াদে সুদ ৭.১০%। সবচেয়ে উল্লেখযোগ্য, ১০ বছর পর্যন্ত দীর্ঘমেয়াদি এফডি-তে সিনিয়র সিটিজেনরা পেতে পারেন সর্বোচ্চ ৭.৭৫% সুদ।
13
14
জানা স্মল ফাইনান্স ব্যাঙ্ক: জানা স্মল ফাইনান্স ব্যাঙ্ক সিনিয়রদের জন্য বাজারের অন্যতম সেরা সুদহার দিচ্ছে। ১৮১–৩৬৫ দিনে সুদ ৭.৭৫%। ১–২ বছর মেয়াদি জমায় ৯.৯৫%। ২–৩ বছরের এফডি-তে ৮.০০%। এছাড়া ৫ বছরের (১৮২৫ দিন) এফডি-তে সুদও ৮.০০%—যা দীর্ঘমেয়াদি সঞ্চয়ে অত্যন্ত লাভজনক।
14
14
নভেম্বর ২০২৫-এ একাধিক ব্যাঙ্ক সিনিয়র সিটিজেনদের সঞ্চয়কে আরও আকর্ষণীয় করতে সুদের হার বাড়িয়েছে। বিভিন্ন মেয়াদে ৬.৭৫% থেকে ৮% পর্যন্ত রিটার্ন পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। পরিবর্তিত এই হারগুলো বিশেষ করে অবসরপ্রাপ্ত নাগরিকদের আর্থিক সুরক্ষায় বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা।