ফের প্রকৃতির রুদ্রমূর্তি। নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের শুরু পর্যন্ত রাজ্যে রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। উত্তাল সমুদ্র ঘিরেও সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
2
7
নভেম্বরের শেষ সপ্তাহ থেকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ইতিমধ্যেই একটানা তুমুল বৃষ্টিতে জলমগ্ন তামিলনাড়ু।
3
7
মৌসম ভবন জানিয়েছে, তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশের উপকূল, ইয়ানাম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ থেকে পয়লা ডিসেম্বর পর্যন্ত উত্তাল থাকবে সমুদ্র।
4
7
হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত তামিলনাড়ুতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ কেরল, পুদুচেরি, করাইকাল ও মাহেতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
5
7
অন্যদিকে অন্ধ্রপ্রদেশের উপকূলে আগামী ২৯ নভেম্বর থেকে পয়লা ডিসেম্বর পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ ও আগামিকাল অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। ২৯ নভেম্বর পর্যন্ত ভারী বৃষ্টির দাপট জারি থাকবে।
6
7
গতকাল মালাক্কা প্রণালীর উপর নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। অন্যদিকে শ্রীলঙ্কার কাছে আরও একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপ উত্তর দিকে সরবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে।
7
7
দু'টি নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হলেও, ঘূর্ণিঝড়ে পরিণত হলে কোথায় আছড়ে পড়বে, তা এখনও জানায়নি হাওয়া অফিস। এর জেরে বাংলার আবহাওয়ায় কোনও প্রভাব পড়বে কিনা, তাও জানায়নি এখনও।