আপনি চালাক নাকি বোকা, সেটা বলে দিতে পারে আপনার জন্মদিনই। হ্যাঁ, একেবারেই তাই। আপনাকে সহজে টুপি পরানো যাবে, নাকি সহজেই আপনি অন্যের চাল ধরে নেন, কারাই বা সবথেকে চালাক, জেনে নিন।
2
5
যাঁদের জন্মদিন কোনও মাসের ৩ তারিখ, এঁরা দারুণ চালাক হন। বলা ভাল, ধুরন্ধর হন। যাঁদের এই দিন জন্ম হয় তাঁদের নিয়ন্তা হন বৃহস্পতি, ফলে এঁরা মারাত্মক জ্ঞানী হন। নতুন জিনিস জানার, শেখার খিদে আছে এঁদের মধ্যে। এঁরা কারও কথায় পক্ষপাতিত্ব করেন না, বরং নিজেরা যাচাই করে নেন। এঁদের বুদ্ধি, জ্ঞান, শিক্ষা এঁদের উন্নতিতে সাহায্য করে।
3
5
যাঁদের জন্ম কোনও মাসের ১৪ তারিখে হয় তাঁরা যে কোনও বিষয়কে বিভিন্নভাবে বোঝার, দেখার চেষ্টা করেন। এঁরা ভীষণ লক্ষ্য করেন প্রতিটি জিনিস। কথা বলেন অতি দক্ষতার সঙ্গে। এঁদের মধ্যেও নতুন জিনিস জানার, শেখার খিদে থাকে। বুদ্ধি অত্যন্ত ক্ষুরধার হয়।
4
5
২৫ তারিখে যাঁদের জন্ম তাঁদের নিয়ন্তা নেপচুন। এঁরা জীবনকে গভীরভাবে বোঝার চেষ্টা করেন। এঁদের এতটাই বুদ্ধি হন যে মানুষ এঁদের থেকে পরামর্শ নেন। তাঁরা সবসময় সকলকে সঠিক দিশা দেখান।
5
5
শনির দিন ২৬ তারিখে যাঁদের জন্ম তাঁরা তাঁদের জেদ, আগ্রহ দ্বারা সমস্ত কিছু জয় করার ক্ষমতা রাখেন। এঁদের পর্যবেক্ষণ করার ক্ষমতা অসাধারণ। চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন। দূরদৃষ্টি সম্পন্ন এবং দারুণ বুদ্ধির অধিকারী হন এঁরাও। অতীতের শিক্ষা মনে রেখে ভবিষ্যতে চলেন এই জনসংখ্যার জাতকরা।