যে নয়টি গ্রহ রয়েছে জ্যোতিষশাস্ত্রে, তার মধ্যে শনি সবথেকে বেশি প্রভাবশালী। ভাল কর্ম করলে শনি তাঁর সহায় থাকেন, আর অপকর্ম করলেও তেমন ফল মেলে। এই গ্রহ আগামী বছর ৩ বার তার স্থান বদল করবে। আর তার প্রভাব পড়বে ৩ রাশির জীবনে।
2
6
শনি ২০২৬ সালে ৩ বার নক্ষত্র পরিবর্তন করবে। প্রথমে ২০ জানুয়ারি দুপুর ১২.১৩ নাগাদ উত্তর ভদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এই গ্রহ। দ্বিতীয়বার ১৭ মে স্থান বদলে এটি রেবতী নক্ষত্রে প্রবেশ করবে দুপুর ৩.৪৯ মিনিটে। এবং শেষবার ৯ অক্টোবর সকাল ৭.২৮ মিনিটে ফের উত্তর ভদ্রপদ নক্ষত্রে ফিরে আসবে। আগামী বছর মীন রাশিতে অবস্থান করবে ছবি।
3
6
শনির এই তিনবার নক্ষত্র বদলের জেরে টাকার ঢেউ উঠবে ৩ রাশির জীবনে। দাম্পত্য জীবন সুখকর হবে। বিয়ের ফুল ফুটবে এদের। দেখুন আপনিও তালিকায় আছেন কিনা।
4
6
এই তালিকায় সবার প্রথমে থাকবে কর্কট। এই রাশির জাতকেরা আগামী বছর শনির আশীর্বাদ পাবেন। আর্থিক অবস্থার উন্নতি ঘটবে, নতুন কাজের সুযোগ আসতে পারে। বছর শেষ হওয়ার আগেই, এই রাশির জাতকেরা পছন্দের মানুষ খুঁজে পেতে পারেন। ফুটতে পারে বিয়ের ফুল। পারিবারিক সম্পত্তি থেকে অর্থ লাভের সুযোগ থাকবে। শ্বশুর বাড়ি থেকেও নানা রকমের উপহার পাবেন।
5
6
সিংহ রাশির জাতকেরাও আগামী বছর বিভিন্ন সময় শনির আশীর্বাদ পাবেন। কেরিয়ারের গ্রাফ চড়চড় করে বাড়বে। কর্মক্ষেত্রে পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন এই সময়। নতুন ব্যবসা শুরু করতে চাইলে, গাড়ি কিনতে চাইলে আগামী বছর কিন্তু সুবর্ণ সুযোগ। তবে বিয়ের জন্য ২০২৬ এই রাশির জাতকদের জন্য উপযুক্ত নয়।
6
6
মীন রাশির জাতকদের সম্পর্ক সুদৃঢ় হবে ২০২৬ সালে। বিশেষ করে বৈবাহিক সম্পর্ক মাখনের মতো চলবে।একসঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করুন। বিনিয়োগে মন দিন। আগামী বছর এই রাশির জাতকদের আয় বাড়ার তুমুল সম্ভাবনা রয়েছে।