এক ঘূর্ণিঝড় যেতে না যেতেই, আরেক ঘূর্ণিঝড়ের আশঙ্কা। এবার শ্রীলঙ্কার কাছে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই শক্তি বাড়িয়ে এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
2
7
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ, বৃহস্পতিবারেই সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এবারের ঘূর্ণিঝড়ের নাম দিতওয়াহ। ধীরে ধীরে সেটি তামিলনাড়ু-অন্ধ্র উপকূলের দিকে এগোবে।
3
7
বৃহস্পতিবার সকালে ভারতের মৌসম ভবন জানিয়েছে, শ্রীলঙ্কার কাছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে আগামী ১২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় দিতওয়াহ তৈরি হবে।
4
7
ঘূর্ণিঝড় দিতওয়াহ উত্তর- উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তামিলনাড়ু, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে যাবে। এই ঘূর্ণিঝড়ের জেরে দক্ষিণ ভারতে তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
5
7
ঘূর্ণিঝড় দিতওয়াহ কোথায় আছড়ে পড়বে, সর্বোচ্চ গতিবেগ কত থাকবে, তা এখনও সুস্পষ্টভাবে জানায়নি আবহাওয়া দপ্তর। তবে অনুমান, নভেম্বরের শেষে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে।
6
7
ইতিমধ্যেই দক্ষিণ ভারত জুড়ে ভারী বৃষ্টির তাণ্ডব শুরু হয়েছে। নভেম্বরের শেষেও অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে রাজ্যে রাজ্যে।
7
7
পয়লা ডিসেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, পুদুচেরি, কেরল, মাহেতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।