আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়া। বর্তমান সময়ে, বহু মানুষ একটা বড় সময় সোশ্যাল মিডিয়াতেই কাটিয়ে ফেলেন। বহু মানুষ প্রায় প্রতিদিন নানা সোশ্যাল সাইটে আপলোড করে থাকেন নান ভিডিও।
কিন্তু সোশ্যাল মিডিয়াতেও কি আর থাকছে স্বাধীনতা? অর্থাৎ, এবার কি যা খুশি তাই আপলোড করে ফেলার দিন থাকছে? নাকি শেষের মুখে? সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, দেশের শীর্ষ আদালত জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় আপলোড করা কন্টেন্টের জন্য কাউকে না কাউকে জবাবদিহি করতে হবে। ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট মামলা সংক্রান্ত নানা সমস্যার সমাধান নিয়ে চিন্তাভাবনা করার সময় আদালতের এই পর্যবেক্ষণ, সূত্রের খবর তেমনটাই। মাস খানেক আগে ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট নিয়ে তীব্র বিতর্ক হয়। যা রণবীর আল্লাবাদিয়া এবং সময় রায়নার মতো বেশ কয়েকজন ইউটিউবারকেও ব্যাপক চর্চার মধ্যে টেনে এনেছিল।
শুনানির সময়, কেন্দ্রের পক্ষে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, আদালতের সামনে বিষয়টি কেবল অশ্লীলতা নয়, বিকৃতির সঙ্গে সম্পর্কিত। আদালতের বক্তব্য, বাকস্বাধীনতা একটি অমূল্য অধিকার, তবে এটি বিকৃতির দিকে পরিচালিত করতে পারে না।
জাতীয়তাবিরোধী' হিসেবে দেখা কন্টেন্টের বিষয়টিও উঠে এসেছে এদিনের পর্যবেক্ষণে উঠে এসেছে। বিচারপতি এদিন বলেন, 'যেখানে কন্টেন্টকে জাতীয়তাবিরোধী হিসেবে দেখা হয়। কন্টেন্ট নির্মাতা কি এর দায় নেবেন?' তিনি আরও বলেন, 'আমরা যে সমস্যার সম্মুখীন হচ্ছি তা হল প্রতিক্রিয়ার সময়, একবার কর্তৃপক্ষ প্রতিক্রিয়া জানালে, লক্ষ লক্ষ দর্শকের কাছে ভাইরাল হয়ে যায়, তাহলে আপনি কীভাবে এটি নিয়ন্ত্রণ করবেন?'
