বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে সোনার দামে সামান্য পতন লক্ষ্য করা গেছে। টানা দুই সপ্তাহের সর্বোচ্চ দামে পৌঁছানোর পর বিনিয়োগকারীদের মধ্যে লাভ তুলে নেওয়ার প্রবণতা দেখা দেওয়ায় স্পট গোল্ড ০.৫% নেমে দাঁড়ায় আউন্সপ্রতি ৪,১৪৫.০৮ ডলারে। একই সময়ে ডিসেম্বর ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচারও ০.৬% পিছিয়ে ৪,১৪০.৮০ ডলারে লেনদেন হয়।
2
10
বিশ্লেষকদের মতে, বুধবারের তীব্র উচাটনের পর স্বল্পমেয়াদি ট্রেডাররা আংশিক মুনাফা তুলে নিচ্ছেন। বাজার এখন কনসোলিডেট করছে। ফেডের পরবর্তী পদক্ষেপ নিয়ে স্পষ্টতা নেই, তাই বিনিয়োগকারীরা নিরাপদ অবস্থান নিচ্ছেন।
3
10
মার্কিন ফেডারেল রিজার্ভের নীতি-ইঙ্গিত নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে। একাধিক ফেড সদস্য শ্রমবাজারের দুর্বলতা তুলে ধরে বলেছেন, ডিসেম্বরেই সুদের হার কমানোর প্রয়োজন হতে পারে। নিউ ইয়র্ক ফেড প্রেসিডেন্ট জন উইলিয়ামস এবং গভর্নর ক্রিস্টোফার ওয়ালার মনে করেন, মার্কিন ট্রেজারি ইয়েল্ডের ওপর নিম্নচাপ শ্রমবাজারের দুর্বলতারই প্রতিফলন।
4
10
মার্কিন ১০ বছরের বন্ড ইয়েল্ড আগের সেশনে একমাসের নিম্নস্তর ছুঁয়েছিল, যা স্বর্ণবাজারকে সাধারণত সহায়তা করে।
5
10
তবে এই অবস্থান সম্পূর্ণ একমত নয় ফেডের আঞ্চলিক প্রেসিডেন্টরা। তাঁদের মতে, মুদ্রাস্ফীতি এখনও স্পষ্টভাবে ২% লক্ষ্যমাত্রার দিকে নামছে না, তাই আপাতত কোনও কাটছাঁট না করে বিরতি দেওয়াই যুক্তিযুক্ত হবে।
6
10
অন্যদিকে, জেরোম পাওয়েলের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে যে কেভিন হ্যাসেটের নাম সবচেয়ে বেশি সামনে আসছে, তিনিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো সুদের হার কমানোর পক্ষে মত দিয়েছেন। এর ফলে ডিসেম্বরের মিটিংয়ে রেট-কাটের সম্ভাবনা আরও জোরালো হয়েছে।
7
10
ডিসেম্বরের বৈঠকে হার কমানোর সম্ভাবনা এখন ৮৫%, যা স্বর্ণবাজারে অতিরিক্ত জল্পনা তৈরি করেছে। সাধারণত সুদ কমলে নন-ইল্ডিং (সুদবিহীন) সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ বাড়ে।
8
10
বুধবার প্রকাশিত মার্কিন সাপ্তাহিক বেকারত্ব ভাতার তথ্য দেখায়, নতুন দাবি কিছুটা কমলেও বাজারে চাকরির ঘাটতি রয়ে গেছে। একই দিনে প্রকাশিত কনজিউমার কনফিডেন্স ডেটাতেও দেখা গেছে, নভেম্বর মাসে ভোক্তাদের আস্থা কমেছে—চাকরি ও গৃহস্থ আর্থিক অবস্থার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে।
9
10
বৃহস্পতিবার স্পট সিলভার ০.৯% কমে দাঁড়ায় আউন্সপ্রতি ৫২.৮৯ ডলারে। বিপরীতে প্ল্যাটিনাম ১.৪% বেড়ে ১,৬১১.০৪ ডলারে পৌঁছায়। তবে প্যালাডিয়ামের দাম ০.৯% কমে নেমে আসে ১,৪০৯.৮৭ ডলারে।
10
10
আন্তর্জাতিক বাজারে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলোর নীতি-অনিশ্চয়তা ও অর্থনৈতিক মন্থরতার প্রভাবে মূল্যবান ধাতুর বাজার সামগ্রিকভাবে অস্থির পর্যায়ে রয়েছে।