মহিলাদের আইপিএল নিলাম আজ, বৃহস্পতিবার। দুপুর আড়াইটে থেকে অনুষ্ঠিত হবে দিল্লিতে। নিলামে নজর থাকবে একাধিক তারকা ক্রিকেটারের দিকে। কোন দল কাকে তুলে নেয়, সেটাই দেখার।
2
8
দীপ্তি শর্মা: বিশ্বকাপ জিতেছেন সম্প্রতি। স্পিন বোলিং অলরাউন্ডার। ব্যাটের হাত বেশ ভাল। ইউপি ওয়ারিয়র্সে তিনি ছিলেন। বিশ্বকাপের সেরা ক্রিকেটারকে দলে নেওয়ার জন্য অন্য দলগুলিও ঝাঁপাতে প্রস্তুত। কিন্তু রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে দীপ্তিকে ফের দলে নিতে পারে ইউপি।
3
8
মেগ ল্যানিং: ছিলেন দিল্লি ক্যাপিটালসে। অস্ট্রেলিয়ান ব্যাটারকে দলে নেওয়ার জন্য হুড়োহুড়ি বাঁধবে পাঁচ ফ্রাঞ্চাইজির মধ্যে। দিল্লিতে তিনি অধিনায়ক ছিলেন। দিল্লি ফের তাঁকে রাইট টু ম্যাচ কার্ড দিয়ে দলে নিতে পারে।
4
8
অ্যালিসা হিলি: বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ছিলেন অজি ক্রিকেটার। ওপেনিং ব্যাটার। বড় রান করতে অভ্যস্ত। তাঁকে নিতে চড়া দাম গুণতে হতে পারে ফ্রাঞ্চাইজিগুলিকে।
5
8
ফিবি লিচফিল্ড: অস্ট্রেলিয়ান ক্রিকেটার। ইউপি–র নজরে রয়েছেন তিনি। কারণ ইউপি মাত্র একজনকেই রেখেছে। নতুন করে দল সাজাতে হবে তাঁদের। তবে অন্য দলগুলির নজরও থাকছে। বড় শট খেলতে অভ্যস্ত।
6
8
লরা উলভার্ট: সবচেয়ে বেশি নজর হয়ত থাকবে দক্ষিণ আফ্রিকার অধিনায়কের দিকেই। বিশ্বকাপ ফাইনালে শতরান করেছিলেন। সর্বোচ্চ রানও এসেছিল তাঁর ব্যাট থেকেই। কে তাঁকে নেয় সেটাই দেখার।
7
8
সোফিয়া একলেস্টেন: মহিলাদের টি–২০ তে সেরা বোলার এখন তিনিই। উইকেট থেকে স্পিন ও বাউন্স আদায় করে নিতে পারেন। ইউপি–তে ছিলেন তিনি। তাই রাইট টু ম্যাচ কার্ড দেখিয়ে একলেস্টেনকে তুলে নিতে পারে ইউপি। নজর রয়েছে অন্য দলগুলিরও।
8
8
নাদিন ডি ক্লার্ক: দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। অলরাউন্ডার। বিশ্বকাপে দুরন্ত ছন্দে ছিলেন। ডেথ ওভার স্পেশালিস্ট তিনি। পাঁচ ফ্রাঞ্চাইজির নজরে রয়েছেন তিনি।