সংবাদ সংস্থা মুম্বই: সিনেমা শুরুই হয়নি, তার আগেই কাঁপছে টিম! সৌরভ গাঙ্গুলির বায়োপিক থেকে বাদ পড়তে চলেছেন সিনেমাটোগ্রাফার প্রতীক শাহ— বলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে এমনটাই। যৌন হেনস্থা ও অনুপযুক্ত ব্যবহারের একাধিক অভিযোগে এবার কোণঠাসা প্রীতিক, কেঁপে উঠেছে গোটা ইন্ডাস্ট্রি! 

 

‘হোমবাউন্ড’ ছবির চিত্রগ্রাহক প্রতীক শাহ-এর বিরুদ্ধে একাধিক মহিলাকে যৌন হয়রানি এবং হেনস্থার বিস্ফোরক অভিযোগ এনেছেন পরিচালক অভিনব সিং। পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানের এই প্রজেক্টে রাজকুমার রাওকে দেখা যাবে ‘দাদা’ সৌরভ গাঙ্গুলির চরিত্রে। সিনেমাটির প্রি-প্রোডাকশনে ইতিমধ্যেই লন্ডনে লোকেশন খোঁজার কাজ শুরু করে দিয়েছিলেন প্রতীক। দেশে ফিরতেই একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠে আসে তাঁর বিরুদ্ধে।

 

সব থেকে আগে মুখ খোলেন পরিচালক অভিনব সিংহ। সোশ্যাল মিডিয়ায়  এক দীর্ঘ পোস্ট লেখেন তিনি । অভিনবের দাবি—বহু মহিলার কাছ থেকেই তিনি পেয়েছেন প্রতিকের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিজ্ঞতার বয়ান।

 

জানা গিয়েছে, এই অভিযোগ নতুন নয়। চার বছর আগেও এক তরুণী চিত্রগ্রাহক অভিযোগ করেছিলেন—নগ্ন ছবি চেয়ে বসেছিলেন প্রতীক শাহ! সেই সময় তিনি ক্ষমাও চেয়েছিলেন, কিন্তু এবার ফের পুরনো ছায়া ফিরে এল আরও ভয়ংকর রূপে। একাধিক নারী জানিয়েছেন, শাহের সঙ্গে কথোপকথন প্রায়শই এমন জায়গায় গিয়েছিল, যা নিছক ফ্লার্ট নয়—ছিল ‘যৌনগন্ধী’ এবং ‘অসংবেদনশীল’।

এই সমস্ত অভিযোগ সামনে আসতেই ইনস্টাগ্রাম থেকে সরে গিয়েছেন প্রতীক শাহ। জানা গিয়েছে, তাঁকে ছেঁটে ফেলে নতুন সিনেমাটোগ্রাফার খোঁজার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে নির্মাতারা।

তবে প্রশ্ন উঠছে—এত গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও কেন এতদিন চুপ ছিল ইন্ডাস্ট্রি? শাহ তো কান চলচ্চিত্র উৎসব পর্যন্ত পৌঁছে গিয়েছেন ‘হোমবাউন্ড’-এর মতো ছবির হাত ধরে!

এই ঘটনায় সৌরভ গাঙ্গুলির বায়োপিকের ভবিষ্যৎ কী? পরিচালকের পাশে দাঁড়াবেন প্রযোজকেরা? নাকি নতুন বিতর্কে মুখ লুকোবে টিম? আপাতত বলি-ইন্ডাস্ট্রির হাওয়া চরম উত্তপ্ত। সামনে আসতে পারে আরও নাম...আরও ঘটনা!