নিজস্ব সংবাদদাতা: বারবার স্টার জলসার 'অনুরাগের ছোঁয়া' শেষের খবর আসছে। কিন্তু যতবারই এই খবর আসে, ঠিক ততবার নতুন মোড়ে বদলে যায় ধারাবাহিকের গল্প। এবারও ঠিক তাই হল।
গল্প এগিয়েছে বেশকিছু বছর। বড় হয়ে গিয়েছে সোনা-রূপা। দুর্ঘটনায় চলার ক্ষমতা হারিয়েছে সূর্য। তাই এখন হুইলচেয়ারই ভরসা তার। এদিকে, নিজের রেস্তোরাঁ নিয়ে বেজায় ব্যস্ত দীপা। গল্পের মোড়ে হারিয়ে যাওয়া রূপাকে ফিরিয়ে আনে রূপা। পরিবারের সবাই এক হলেও পুরনো ছন্দে ফেরে না সেনগুপ্ত বাড়ি।
এদিকে, অন্য কাণ্ড ঘটে পরিবারে। সূর্য-দীপার ২০ বছরের বিবাহবার্ষিকীতে আনন্দে মেতে ওঠে দুই মেয়ে সোনা-রূপা। সেদিন রূপাকে মনের কথা জানিয়ে দেয় কৃষ্ণ। অন্যদিকে, সোনাও দীপাকে এসে জানায় সে কৃষ্ণকে ভালবাসে। অর্থাৎ দুই মেয়েই কৃষ্ণকে মন দিয়েছে! সোনায় ভালবাসার জন্য কৃষ্ণকে দূরে সরিয়ে দেয় রূপা। সোনার সঙ্গে বিয়েও ঠিক করে তার। কিন্তু শেষমেশ কৃষ্ণ সবাইকে সবটা জানিয়ে দেয়। রাগে, দুঃখে দিশা হারিয়ে ফেলে সোনা। অচেনা একটা ছেলেকে বিয়ে করে সেনগুপ্ত বাড়িতে আনে সে। ছেলেটি যে মোটেই সুবিধার নয়, তা টের পায় দীপা। এবার কোন বিপদ ঘনিয়ে আসবে সোনার জীবনে?
