আজকাল ওয়েবডেস্ক:মুস্তাফিজুর রহমানের নতুন ঠিকানা কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের মিনি নিলামে ৯ কোটি ২০ লক্ষ টাকায় তাঁকে দলে নিয়েছে কেকেআর। চেন্নাইয়ের সঙ্গে জোর টক্কর ছিল এই বাঁ হাতি কাটার মাস্টারকে পাওয়ার। শেষে বাজিমাত করে কলকাতা। 

কিন্তু এই মুস্তাফিজুর কি কলকাতা নাইট রাইডার্সের হয়ে সব ম্যাচ খেলবেন? সর্বভারতীয় স্তরের একটি সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, ১৬ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত তাঁকে পাওয়া যাবে না। কারণ সেই সময়ে নিউ জিল্যান্ডের সঙ্গে ঘরোয়া সিরিজ চলবে বাংলাদেশের। 

কিউয়িদের বিরুদ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দিনক্ষণ জানানো হয়নি। তবে পরিস্থিতি যা তাতে মুস্তাফিজুর আইপিএলের কয়েকটা ম্যাচে খেলতে পারবেন না বলেই মনে করা হচ্ছে। 

মুস্তাফিজুরের আগে শাকিব, মাশরাফি, লিটন দাসের মতো বাংলাদেশের তারকা ক্রিকেটাররা খেলে গিয়েছেন কেকেআরে। 

বাঁ হাতি পেসার মুস্তাফিজুরকে দলে নেওয়ায় নাইটদের পেস বোলিং আক্রমণ অনেকটাই  শক্তিশালী হয়েছে। শ্রীলঙ্কার পেসার মাথিসা পাথিরানাকে ১৮ কোটির বিনিময়ে দলে নিয়েছে কেকেআর। এছাড়াও ২৫.২০ কোটি দিয়ে ক্যামেরন গ্রিনকে নিলামের শুরুতেই দলে নেয় কেকেআর। 


মুস্তাফিজুরকে দলে নিলেও তাঁকে নিয়ে সংশয় রয়েছে। আইপিএলের পুরো সময় হয়তো পাওয়া যাবে না বাংলাদেশের তারকাকে।