নিজস্ব সংবাদদাতা: বারবার স্টার জলসার 'অনুরাগের ছোঁয়া' শেষের খবর আসছে। কিন্তু যতবারই এই খবর আসে, ঠিক ততবার নতুন মোড়ে বদলে যায় ধারাবাহিকের গল্প। এবারও ঠিক তাই হল।
গল্প এগিয়েছে বেশকিছু বছর। বড় হয়ে গিয়েছে সোনা-রূপা। দুর্ঘটনায় চলার ক্ষমতা হারিয়েছে সূর্য। তাই এখন হুইলচেয়ারই ভরসা তার। এদিকে, নিজের রেস্তোরাঁ নিয়ে বেজায় ব্যস্ত দীপা। গল্পের মোড়ে হারিয়ে যাওয়া রূপাকে ফিরিয়ে আনে রূপা। পরিবারের সবাই এক হলেও পুরনো ছন্দে ফেরে না সেনগুপ্ত বাড়ি।
এদিকে, অন্য কাণ্ড ঘটে পরিবারে। অচেনা একটা ছেলেকে বিয়ে করে সেনগুপ্ত বাড়িতে আনে সে। ছেলেটি যে মোটেই সুবিধার নয়, তা টের পায় দীপা। রাগের বশে ঘটিয়ে ফেলে এক অঘটন। সম্প্রতি, মুক্তি পাওয়া ধারাবাহিকের নতুন প্রোমোয় দেখা যাচ্ছে গুলি করে সোনার বর রুডিকে মেরে ফেলে দীপা। দেখা যায়, পয়লা বৈশাখে মেতে ওঠে সেনগুপ্ত পরিবার। হুইলচেয়ার ছেড়ে নিজের পায়ে দাঁড়িয়ে সবার সঙ্গে আনন্দে মেতে ওঠে সূর্য। এর মধ্যেই দীপা বন্দুক তাক করে রুডির দিকে। গুলি করে তাকে। মাটিতে লুটিয়ে পড়ে রুডির নিথর দেহ। মায়ের কাণ্ড দেখে আতঙ্কে চিৎকার করে ওঠে সোনা।
এই প্রোমো দেখে নেটপাড়ায় প্রশ্নের ঝড় উঠেছে। কেন এরকম করল দীপা? অনেকের মতে, যেহেতু নিজের পায়ে সূর্য দাঁড়িয়ে আছে, তাই এটা হয়তো কারওর স্বপ্ন। কিন্তু কে দেখতে এই ভয়ঙ্কর স্বপ্ন? তবুও নেটিজেনদের মনে প্রশ্ন, সত্যিই কল্পনা নাকি বাস্তবেই ঘটবে এমন কিছু?
