শুরু থেকেই টিআরপি তালিকায় বেশ পাকাপোক্ত জায়গা ধরে নিয়েছে জি বাংলার ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'। 'অপু-আর্য'র কেমিস্ট্রি মন কাড়ছে দর্শকের। গল্পে একটু একটু করে অপুকে ভালবেসে ফেলে আর্য। বাস্তবে নায়ক-নায়িকা অর্থাৎ জিতু-দিতিপ্রিয়ার সম্পর্কের টানাপোড়েন যতই থাকুক না কেন, ধারাবাহিকে তার প্রভাব মোটেই পড়ে না।

 

 

এদিকে, ধীরে ধীরে পূর্বজন্মের স্মৃতি ফিরে আসছে অপর্ণার। মাঝেমধ্যেই এমন অনেককিছু চোখের সামনে ভেসে ওঠে তার, যার কোনও ব্যাখ্যা খুঁজে পায় না অপু। এর মধ্যেই দেখা গেল গল্পে এসেছে নতুন মোড়। অনেকদিন এই টালমাটাল পরিস্থিতির পর অবশেষে এক হতে চলেছে আর্য-অপর্ণা। এতদিন ধরে নিজের মনের কথা অপর্ণার কাছে লুকিয়ে রেখেছিল আর্য। অপুও জানত যে, আর্য তাকে মনে মনে ভালবাসে। কিন্তু মুখ ফুটে বলতে পারে না। তাই সেও অধীর আগ্রহে অপেক্ষা করছিল আর্যর মুখে ভালবাসার কথা শুনবে বলে। সমস্ত বিপদকে পিছনে ফেলে এবার ভালবাসার কথা অপর্ণাকে জানিয়ে দেয় আর্য। 

 

আর দেরি না করে সে অপুকে গঙ্গা বক্ষে নিয়ে যায়। বাঙালির প্রেম নিবেদনের আদর্শ জায়গা হিসেবে গঙ্গার তীরকেই বেছে নেয় সে। আতসবাজি দিয়ে আকাশের বুকে লিখে অপুকে প্রেম নিবেদন করে আর্য। অবশেষে আর্যর মুখে এই কথা শুনে আবেগে ভেসে যায় অপু। ছুটে এসে সে জড়িয়ে ধরে আর্যকে‌। তালের ভালবাসার যাত্রা শুরুর এই প্রোমো দেখে উচ্ছ্বসিত দর্শক মহল। একদম রূপকথার মতো করে যেন মিলে গেল আর্য-অপর্ণার পথ। 

 

আরও পড়ুন: বিবাহবিচ্ছেদের পর মারাত্মক পরিবর্তন এসেছে এ আর রহমানের জীবনে! প্রাক্তন স্ত্রীর সঙ্গে কাটানো দিনগুলো নিয়ে ফের চর্চায় গায়ক

 


এখন আর্য-অপর্ণার কেমিস্ট্রি দেখতে দারুণ পছন্দ করছেন দর্শক।‌ এদিকে, হঠাৎই অসুস্থ হয়ে পড়ে অপর্ণার বাবা। তাকে হাসপাতালে ভর্তি করা থেকে শুরু করে হাসপাতালের সমস্ত খরচ আর্য মিটিয়ে দেয়। অপু সেটা জানতে পেরে তাকে জানায় একদিন সে সব ঋণ শোধ করে দেবে। অপুর চোখের জল মুছিয়ে দিয়ে আর্য জানায়, ভালবাসার ঋণ শোধ করা যায় না। অপুও জানায়, সারাজীবন সে এভাবেই আর্যকে ভালবেসে যাবে। দু'জনের কথোপকথন আড়াল থেকে শুনে ফেলে অপুর মা। 

 


সে রেগে গিয়ে অপুকে এক চড় মারে। জানায়, আর্যর সঙ্গে মেয়ের সম্পর্ক সম্পর্ক সে কিছুতেই মানবে না। এমনকী, তারা না খেয়ে মরে যাবে তবুও আর্যর সঙ্গে এই সম্পর্ক কিছুতেই মেনে নেবে না। কিন্তু অপুও মাকে জানায়, সে আর্যকে ছাড়া বাঁচবে না। কী হবে এবার আর্য-অপুর সম্পর্কে? অপুর মা কি বাধা হয়ে দাঁড়াবে তাদের দু'জনের মাঝে? নতুন প্রোমো দেখে এই প্রশ্নগুলোই ঘুরছে দর্শকের মনে। কিন্তু শেষমেশ কোন দিকে মোড় নেবে আর্য-অপুর সম্পর্ক? সেই দিকেই তাকিয়ে দর্শক।