স্টার জলসায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক 'মিলন হবে কতদিনে'। প্রযোজনায় অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট। এই গল্পের হাত ধরে ফিরেছে পুরনো জুটি গৌরব চট্টোপাধ্যায় ও শোলাঙ্কি রায়। এর আগে দর্শক তাঁদের জুটিতে দেখেছিলেন 'গাঁটছড়া'য়। দর্শকের পছন্দের কথা মাথায় রেখেই গৌরব-শোলাঙ্কির জুটিকে নতুন গল্পে ফিরিয়েছে প্রযোজনা সংস্থা। এই মেগায় তাঁরা গোরা ও এলা। 

 

 

গোরা একেবারেই ভালবাসায় বিশ্বাস করে না। প্রেম মানেই তার কাছে সময় নষ্ট। এদিকে, এলার প্রেমিক মন। সে খোঁজে স্বপ্নের রাজপুত্রকে। কিন্তু ভালবেসে এবার প্রতারিত হবে এলা। গল্পে দেখানো হচ্ছে বোধির সঙ্গে এলার একটা সম্পর্ক গড়ে উঠেছে। কিন্তু এলাকে ঠকিয়ে বোধি বিয়ে করে অন্য একজনকে। বোধির বিয়ে চোখের সামনে দেখে কিছুতেই সহ্য করতে পারে না এলা। বোধিকে বলে, সে প্রতারণা করার কথা ভেবে থাকলে এলাকে কেন বিয়ের স্বপ্ন দেখিয়েছিল? 

 


যদিও এলার প্রশ্নের কোনও জবাব দিতে পারে না বোধি। প্রতারিত হয়ে ভালবাসার উপর থেকে বিশ্বাস হারিয়ে যেতে বসে এলার। গোরা তখন এসে ব্যঙ্গ করে বলতে থাকে, ভালবাসার প্রতিদান এটাই হয়। তাই ভালবাসার উপর থেকে সমস্ত বিশ্বাস ত্যাগ করাই বুদ্ধিমানের কাজ। গোরার কথা শুনে আরও ভেঙে পড়ে এলা। ঠিক সেই সময় গোরা ও এলার কথার মাঝে এসে পড়ে কৌশিক রায়ের অভিনীত চরিত্র 'মৈনাক'। 

 

 

সে এসে জানায়, ভালবাসা, বিয়ের প্রতি এলার বিশ্বাস উঠে যাওয়ার কোনও প্রয়োজন নেই। কারণ, ভালবাসার উপর ভরসা রাখলে তবেই তাদের কোম্পানি এগোবে। এই কথা বলে এলাকে তাদের বিয়ের 'ম্যাচ মেকিং' কোম্পানির মার্কেটিং ডিপার্টমেন্টে চাকরির সুযোগ দেয়। এই ঘটনায় একেবারে থতমত খেয়ে যায় গোরা। এমনকী, এলাও অবাক হয়ে যায়। 

 

 

সম্প্রতি, সামনে আসা ধারাবাহিকের নতুন প্রোমোয় দেখা যাচ্ছে এমনটাই। শেষমেশ কী হবে এলার জীবনে? এলা কি খুঁজে পাবে তার স্বপ্নের রাজকুমারকে? আর এলার সান্নিধ্যে এসে গোরাও কি ভালবাসার প্রতি বিশ্বাস করতে শুরু করবে? উত্তরের অপেক্ষায় দর্শক। 

 

 

প্রতিদিন রাত সাড়ে নটায়, স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হয় 'মিলন হবে কতদিনে'। আবারও গৌরব-শোলাঙ্কির জুটি ফেরায় দর্শকের প্রত্যাশা ছিল ব্যাপক। তবে সম্প্রচারের প্রথম সপ্তাহেই টিআরপি তালিকায় তেমন একটা ফল করতে পারল না এই মেগা। এক থেকে দশে জায়গা করতে না পারলেও দর্শকের মনে জায়গা করেছে এই ধারাবাহিক। এবার গল্পের নতুন মোড়ে রেটিং চার্টে কতটা পরিবর্তন আনতে পারে এলা-গোরার গল্প, নজর সেদিকেই।