২০২৬ সালকে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর হিসেবে গণ্য করা হচ্ছে। কারণ প্রায় ১০০ বছর পর বিরল এক মহাযোগ তৈরি হতে চলেছে। একসঙ্গে ৫টি গ্রহ মকর রাশিতে অবস্থান করবে। জ্যোতিষবিদদের দাবি, এই পাঁচ গ্রহের অবস্থান জীবনের নানা ক্ষেত্রে বিশাল পরিবর্তন আনতে পারে।
2
10
বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনও কখনও একাধিক গ্রহের সংযোগে গুরুত্বপূর্ণ যোগ তৈরি হয়। যা ১২টি রাশির জীবনে শুভ-অশুভ প্রভাব পড়ে।
3
10
আগামী বছরের জানুয়ারি মাসে পাঁচটি প্রধান গ্রহ মকর রাশিতে মিলিত হয়ে পঞ্চগ্রহী যোগ তৈরি করবে। যা পাঁচ রাশির জীবনে ইতিবাচক বদল নিয়ে আসবে।
4
10
২০২৬ সালের ১৩ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি এই পঞ্চগ্রহী যোগের প্রভাব থাকবে। এই দুর্লভ সংযোগ অনেকের ভাগ্যে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে।
5
10
বছরের শুরুতে পাঁচটি রাশির আর্থিক উন্নতি থেকে শুরু করে কর্মক্ষেত্রে বড় সুযোগ-সবকিছুর সম্ভাবনাই রয়েছে প্রবল। তালিকায় কারা রয়েছেন? জেনে নিন-
6
10
বৃষ: এই রাশির জন্য বছরটি হবে কর্মক্ষেত্রে সাফল্যের। পদোন্নতি, নতুন চাকরি, বড় দায়িত্ব পাওয়ার সম্ভাবনা বেশি। বিনিয়োগে লাভও দেখা যেতে পারে।
7
10
সিংহ: সম্পর্ক, বিবাহ ও প্রেমজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। পরিবারে সুখ বাড়বে। যারা নতুন কিছু শুরু করতে চান, সময় তাদের পক্ষে যাবে।
8
10
তুলা: অর্থভাগ্য জেগে উঠবে। জমি, গাড়ি বা সম্পত্তি সংক্রান্ত সুখবর মিলতে পারে। দীর্ঘদিনের আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
9
10
ধনু: জীবনে নতুন সুযোগ আসবে। বিদেশযাত্রা, উচ্চশিক্ষা বা কেরিয়ারের বড় সাফল্য পেতে পারেন। ভাগ্য প্রবলভাবে সহযোগিতা করবে।
10
10
মকর: এই বিরল মহাযোগ যেহেতু মকরেই হচ্ছে, তাই মকর রাশির জাতকদের জীবনে বড় উন্নতি হতে পারে। পুরনো বাধা দূর হবে, স্বাস্থ্য ভাল থাকবে, আর্থিক পরিস্থিতির উন্নতি হবে।