আজকাল ওয়েবডেস্ক: এসআইআর-এ কাজের চাপ বিস্তর। অল্প সময়ে অত্যাধিক কাজ। রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে বিএলও'রা এই ধরনের একাধিক অভিযোগ তুলে সরব হয়েছেন। একাধিক জায়গায় অতিরিক্ত কাজের চাপে বিএলওদের অসুস্থ হয়ে পড়ার, মৃত্যুর অভিযোগ উঠে এসেছে। এবার জানা গেল, রাজ্যে এনুমারেশন পর্বের শেষ দিনেও বিএলও'দের অ্যাপে নতুন 'অপশন' যোগ করা হয়েছে। 

কী সেই নয়া সংযোজন?

 রি-ভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সিস। এনুমারেশন ফর্মের তথ্য ওয়েবসাইটে তোলার অর্থাৎ ডিজিটাইজেশনের শেষদিনে এই নতুন অপশন যুক্ত হয়েছে। সূত্রের খবর, এই নয়া অপশন যুক্ত করার অর্থ, কোনও ভোটারকে যদি মনে হয় সন্দেহজনক, তাহলে তাঁর তথ্য বিএলও'রা পুনরায় যাচাই করবেন। বিএলও, ইআরও এবং এইআরও আধিকারিকরা কাজ করবেন এই নয়া অপশনে।।

সূত্রের খবর, 'Re-verify and logical descripencies'(রি-ভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সিস), এই অপশনের কাজ আজ সকাল থেকে চালু করা হয়েছে। এর কাজ চলবে আগামী ১৫ তারিখ রাত পর্যন্ত অর্থাৎ খসড়া তালিকা প্রকাশ করার আগের মুহূর্ত পর্যন্ত। মোট এই এগারোটি অপশন দিয়েই চেকিংয়ের কাজ চলবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। এর আগে, অর্থাৎ ১০ ডিসেম্বর পর্যন্ত এই অ্যাপে মোট দশটি অপশন ছিল। এই প্রসঙ্গে উল্লেখ্য, 'ডুপ্লিকেট ইলেক্টর ভেরিফিকেশন' অপশনটিও দিনকয়েক আগেই বিএলও'দের  অ্যাপে যুক্ত করা হয়েছিল। 

 

এসআইআর প্রসঙ্গে উল্লেখ্য, বৃহস্পতিবার নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ৬টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর সময়সূচী সংশোধন করা হয়েছে। যদিও বাংলাকে কোনও অতিরিক্ত সময় দেওয়া হয়নি। অর্থাৎ এনুমারেশন পর্ব শেষ হচ্ছে আজই। অন্যদিকে সবথেকে বেশি সময় দেওয়া হয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশকে। ওই ছ'টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল হল- গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, আন্দামান ও নিকোবর, তামিলনাড়ু। 

 

নির্বাচন কমিশন বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান নির্বাচন কর্মকর্তাদের (CEO) কাছ থেকে প্রাপ্ত অনুরোধের ভিত্তিতে, ভারতের নির্বাচন কমিশন ওইসব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সময়সূচি পরিবর্তন করেছে। গোয়া, গুজরাট, লাক্ষাদ্বীপ, রাজস্থান এবং পশ্চিমবঙ্গের এনুমারেশন পর্ব শেষ হবে আজ অর্থাৎ ১১ ডিসেম্বর।  এই রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ১৬ ডিসেম্বর ধার্য হয়েছে।

এনুমারেশন ফর্ম জমার ক্ষেত্রে কেরলকে আগেই বাড়তি সময় দিয়েছিল কমিশন। এদিনের বিজ্ঞপ্তিতে উল্লিখিত হয়েছে তাও। সেখানে এনুমারেশন পর্ব শেষ হবে ১৮ ডিসেম্বর। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ২৩ ডিসেম্বর।