আজকাল ওয়েবডেস্ক: সম্মিলিত ভাবে আইএসএল পরিচালনা করতে চেয়েছিল ক্লাবগুলো। ক্লাব জোটের সেই প্রস্তাবে স্বীকৃতি দিয়েছে ফেডারেশন। আর চব্বিশ ঘণ্টার মধ্যেই সেই ক্লাব জোটই কড়া চিঠি পাঠাল ফেডারেশনকে। 

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করলেও সমাধানসূত্র বের হয়নি। ক্লাবজোটের সঙ্গে একযোগে আইএসএল করার প্রস্তাবে সায় ছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের। আশার আলো দেখা গিয়েছিল। কিন্তু একদিনের মধ্যেই ক্লাবজোটের তরফ থেকে ফেডারেশনের কাছে চিঠি পাঠিয়ে জানিয়েছে, বাণিজ্যিক, আইনি ও পরিচালন সংক্রান্ত গুরুত্বকে তুলে ধরতে পারেনি।

ক্লাব জোটের তরফ থেকে চিঠি পাঠিয়েছেন মোহনবাগানের ডিরেক্টর বিনয় চোপড়া। সেই চিঠিতে আইএসএল আয়োজনের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অনুরোধ করা হয়েছে। সেই চিঠিতে ইস্টবেঙ্গল ছাড়া সই করেছে সব ক্লাবগুলো। 

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে পাঠানো চিঠিতে লেখা হয়েছে, ক্লাবগুলো ঐক্যবদ্ধ, ইচ্ছুক এবং সাহায্য করতে আগ্রহী।  কিন্তু হাতে সময় বিশেষ নেই। এই মুহূর্তে নেতৃত্বের প্রয়োজন ভারতীয় ফুটবলে। সেই সঙ্গে দরকার সঠিক পদক্ষেপ। অকারণে বৈঠক আর অজুহাত দিয়ে সময় নষ্ট না করে বাণিজ্যিক দিক থেকে লাভজনক দীর্ঘমেয়াদী কাঠামোর অনুরোধ করা হচ্ছে। 

আইএসএলের জট কাটানো নিয়ে চলছে লাগাতার আলোচনা। ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসেছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীও। তবে সমাধানসূত্র বের হয়নি। এদিকে ৮ ডিসেম্বর এফএসডিএলের সঙ্গে চুক্তিও শেষ হয়ে গিয়েছে। 

ভারতীয় ফুটবল নিয়ে এখন অনেক প্রশ্ন। বুধবার অবশ্য অন্ধকার সরণীর মধ্যে আলোর রেখা দেখা গিয়েছিল। ক্লাবজোটের প্রস্তাবকে স্বীকৃতি দেয় ফেডারেশন। 

২০ ডিসেম্বর ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা। সেই সভায় এই বিষয়টি উত্থাপ্পন করা হবে। সবুজ সঙ্কেত কি মিলবে?