আলিয়া কি কখনও পাকিস্তানে যাবেন? পাকিস্তানি অনুরাগীর প্রশ্নে নায়িকার উত্তর চমকে দেবে
নিজস্ব সংবাদদাতা
১১ ডিসেম্বর ২০২৫ ১৫ : ৫০
শেয়ার করুন
1
6
আলিয়া ভাট। বর্তমান সময়ের বলিউডের অন্যতম সফল অভিনেত্রী। তাঁকে সম্মান জানানো হল গোল্ডেন গ্লোবস হরাইজন পুরস্কারে। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের পঞ্চম সংস্করণে এই স্বীকৃতি পান অভিনেত্রী।
2
6
‘রাজি’, ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ থেকে শুরু করে হলিউডের ছবি ‘হার্ট অফ স্টোন’, একের পর এক উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন আলিয়া। সেই সাফল্যকেই স্বীকৃতি দিল গোল্ডেন গ্লোবস। একই মঞ্চে ওমর শরীফ পুরস্কারে সম্মানিত হয়েছেন তিউনিসিয়ার অভিনেত্রী হেন্ড সাবরি।
3
6
অনুষ্ঠান চলাকালীন আলিয়াকে প্রশ্ন করা হয়, আন্তর্জাতিক মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করতে গিয়ে কখনও কি তাঁর উপর চাপ অনুভূত হয়? জবাবে অভিনেত্রী জানান, চাপ নয়, বরং এটাকে তিনি সম্মান ও গর্বের বিষয় হিসাবেই দেখেন।
4
6
তবে সবচেয়ে আলোচিত মুহূর্ত তৈরি হয় যখন এক পাকিস্তানি অনুরাগী আলিয়াকে জিজ্ঞাসা করেন, তিনি কি কখনও পাকিস্তান সফরে যেতে চান? ‘লাভ অ্যান্ড ওয়ার’ অভিনেত্রী প্রশ্নটি পরোক্ষভাবে এড়িয়ে গিয়ে বলেন, কাজ যেদিকে ডাকবে, তিনি সেদিকেই যেতে প্রস্তুত।
5
6
অনুষ্ঠানে সম্মানিত হওয়ার পর আলিয়া বলেন, “গোল্ডেন গ্লোবসের এই স্বীকৃতি পাওয়া সত্যিই বড় আনন্দ। নতুন প্রজন্মের শিল্পী আর বিশেষ করে সেইসব নারীর প্রতিনিধিত্ব করার সুযোগ পেলাম, যাঁরা বিশ্বের নানা প্রান্তে চলচ্চিত্র এবং টেলিভিশনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছেন।”
6
6
তিনি আরও বলেন, “আজ যখন বিশ্বের নানা কণ্ঠ একত্র হয়ে আরও ইনক্লুসিভ ও প্রভাবশালী গল্প বলছে, তখন এই স্বীকৃতি বিশেষ তাৎপর্য বহন করে।”