আজকাল ওয়েবডেস্ক: এগিয়ে আসছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিজেদের শক্তি-দুর্বলতা ঝালিয়ে নিচ্ছে ভারত।
গৌতম গম্ভীরের ভারত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দাপট দেখিয়ে ১০১ রানে জিতে নিয়েছে।
দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটান হার্দিক পাণ্ডিয়া। ২৮ বলে ৫৯ রানের ইনিংস খেলেন তিনি। টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের যা শক্তি, তাতে যে কোনও দলের রাতের ঘুম কেড়ে নিতে পারেন সূর্যকুমার যাদবরা।
এত সবের মধ্যেও অধিনায়ক সূর্যকুমারের ব্যাটিং ফর্ম কিন্তু চিন্তার ভাঁজ ফেলছে ভারতের সাজঘরে। রান পাচ্ছেন না তিনি। তাঁর ব্যাট 'বোবা' থেকে গিয়েছে। দীর্ঘসময় হয়ে গেল ব্যাট হাতে আর আলো ছড়াচ্ছেন না সূর্য। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ভারত অধিনায়ক করেন মাত্র ১২ রান।
অধিনায়কের এহেন ফর্ম কিন্তু বিশ্বকাপের আগে উদ্বেগ বাড়াচ্ছে। চিন্তিত ভারতের প্রাক্তন ক্রিকেটার দীপ দাশগুপ্তও। অধিনায়কের ব্যাটে রানের খরা নিয়ে চিন্তিত দীপ বলেছেন, ধারাবাহিক ভাবে সূর্যকুমার যাদব রান পাচ্ছেন না। এই মুহূর্তে এটাই চিন্তার কারণ।
২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশের বিরুদ্ধে শেষবার টি-টোয়েন্টিতে হাফ সেঞ্চুরি করেছিলেন সূর্য। শেষ ১৫টি টি-টোয়েন্টিতে সূর্যকুমার যাদব মাত্র দু'বার ২৫ রান অতিক্রম করেছেন।
ঘরোয়া সার্কিটে সূর্যকুমারকে 'স্কাই' বলে ডাকা হয়। একসময়ে আকাশছোঁয়ার প্রতিশ্রুতি জাগিয়েই শুরু করেছিলেন সূর্য। কিন্তু টি-টোয়েন্টিতে নেতৃত্বের আর্মব্যান্ড হাতে ওঠার পর থেকেই সূর্যর ফর্ম ধীরে ধীরে পড়তে থাকে। প্রোটিয়া ব্রিগেডের বিরুদ্ধেও তাঁর ব্যাট চলেনি।
সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে দেশের প্রাক্তন উইকেট কিপার দীপ দাশগুপ্ত বলেন, ''ভারত ঠিক কতটা ভাল, তা দেখিয়ে দিল এই জয়। বিশেষে করে বল দেখো, বল মারো পিচ ছিল কটকের। ভারতের গভীরতার প্রমাণ হল আরও একবার।''
কটকে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সূর্যকুমার যাদবের পাশাপাশি রান পাননি শুভমান গিলও। দু'বল তিনি টেকেন। মাত্র চার রান করে ডাগ আউটে হাঁটা লাগান গিল।
দীপ দাশগুপ্ত বলছেন, ''গিল ও স্কাইয়ের ব্যাটে রান দেখতে চায় সবাই। কিন্তু রান করার চিন্তা মাথায় ঘুরপাক করতে শুরু করলে সহজাত ব্যাটিং দক্ষতা ধাক্কা খায়। সূর্যর ক্ষেত্রে বলতে পারি, কেবলমাত্র একটি সিরিজ নয়, গতবছর নেতৃত্ব পাওয়ার পর থেকেই ওর সেরাটা দেখতে পাইনি।''
সূর্যর ব্যাটে রান-খরা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে। বিশ্বকাপের আগে বাকি টি-টোয়েন্টি ম্যাচগুলোয় রান করতে না পারলে চাপ যে বাড়বে অধিনায়কের উপরে, তা বলাই বাহুল্য।
একসময়ে সূর্য ব্যাট হাতে ক্রিজে গিয়ে দাঁড়ালেই বোলাররা স্থির করতে পারতেন না কোথায় বল ফেলবেন। উইকেটের পিছনে থার্ড ম্যান থেকে ফাইন লেগের বিস্তৃত অঞ্চল দিয়ে বল গ্যালারিতে পাঠাতেন। রান উঠত দ্রুতগতিতে। সেই সূর্যকুমার যাদব এখন আর রানের দেখা পাচ্ছেন না। নেতৃত্বের চাপ হোক বা ছন্দ হারিয়ে ফেলা বা অন্য কোনও অজানা কারণ, চেনা সূর্যর দেখা আর মিলছে না। বিশ্বকাপের আগে ভারত অধিনায়কের ফর্ম চিন্তা বাড়াচ্ছে।
