২০২৫ সালের শীত আসতেই গ্রহ-নক্ষত্রের অবস্থানে বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। এই মরশুমে সূর্যের ধনু রাশিতে গমন, শনি মার্গী এবং বুধ ও বৃহস্পতির বক্রী হওয়া-সব মিলিয়ে জ্যোতিষশাস্ত্রে ডিসেম্বর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ।
2
7
বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনও কখনও গ্রহের ঘর বদলে বিশেষ যোগ তৈরি হয় যা ১২টি রাশির জীবনে শুভ-অশুভ প্রভাব ফেলে।
3
7
জ্যোতিষীরা বলছেন, চারটি রাশির ওপর বিশেষ আশীর্বাদ বর্ষিত হতে চলেছে। ২০২৫ সালের শীতকাল এই রাশিগুলোর সাফল্য, সৌভাগ্য ও বড় সুযোগ নিয়ে আসবে। তালিকায় আপনিও কি আছেন? জেনে নিন-
4
7
বৃষঃ বৃষ রাশির জাতকদের জন্য এই শীত যেন ফিরে পাওয়ার সময়। দীর্ঘদিন ধরে পরিশ্রম করেও যাঁরা ফল পাচ্ছিলেন না, এবার তাদের ভাগ্য বদলাবে। প্রেমে নতুন সূচনা হতে পারে, দাম্পত্যে সুখ থাকবে। অর্থনৈতিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো ভুল বোঝাবুঝি মিটে গিয়ে সম্পর্ক মধুর হবে।
5
7
কর্কটঃ কর্কট রাশির জন্য এই সময় আবেগ, পরিবার ও সম্পর্কের উন্নতির সময়। যাঁরা ঘর-সংক্রান্ত সমস্যা বা পারিবারিক চাপের মধ্যে ছিলেন, তাঁরা সমাধান পেতে পারেন। নতুন বাড়ি কেনা, ঘর সাজানো বা পারিবারিক মিলনের সময়ও হতে পারে।
6
7
বৃশ্চিকঃ বৃশ্চিক রাশির জাতকরা পেতে পারেন কর্মজীবনে বড় সাফল্যের ইঙ্গিত। বছরের শুরুতে যেসব পরিকল্পনা বা কাজ আটকে ছিল, এবার তা গতি পাবে। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা, ব্যবসায় বড় লাভ অথবা নতুন দায়িত্ব পাওয়ার সুযোগ আসতে পারে। শনি সোজা গতিতে আসায় পরিশ্রমের যথাযথ মূল্য মিলবে।
7
7
মীনঃ মীন রাশির জন্য আসছে স্বপ্ন পূরণের সময়। সৃজনশীলতা, শিল্পচর্চা, আধ্যাত্মিকতা-সব ক্ষেত্রেই মিলবে নতুন অনুপ্রেরণা। হঠাৎ কোনও নতুন সুযোগ বা গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে দেখা হয়ে যেতে পারে, যা ভবিষ্যৎকে বদলে দিতে সক্ষম। প্রেম ও সম্পর্কেও মিলবে ইতিবাচক অগ্রগতি।